You are currently viewing অনলাইন গেমিং সতর্কতা

অনলাইন গেমিং সতর্কতা

কম্পিউটার ভাইরাস, ওয়ার্মস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদি ম্যালওয়্যার আপনার সিস্টেমে প্রবেশ করে  আপনার ডিভাইসের সেনসিটিভ ডাটা চুরি, এঙ্ক্রিপ্ট বা ডিলিট করতে পারে। এজন্য ম্যালওয়্যার বা মেইলিসিয়াস ইমেইল থেকে সাবধান থাকতে হবে। নিম্নে ম্যালওয়্যার রেসপন্সের কিছু ধাপ সম্পর্কে আলোকপাত করা হলঃ

  • সনাক্তকরণঃ ম্যালওয়্যার ইনফেশনের ফলে আপনার কম্পিউটারের কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে তা চিহ্নিত করুন।
  • যোগাযোগঃ যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা ইনফেক্টেড হয়েছে এবং আপনার কম্পিউটারের কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে তাও চিহ্নিত করে ফেলেছেন, তাহলে দেরি না করে দ্রুত কোন আইটি প্রোফেশনালের কাছে পরামর্শ নিন।
  • ব্লকঃ সম্ভব হলে যে সোর্স থেকে ম্যালওয়্যারটি এসেছে সেই সোর্সের এক্সেস বন্ধ করে দিন। সেটা হতে পারে কোন ওয়েবসাইট, ইমেইল বা আই পি এড্রেস।
  • রি স্টোরঃ এফেক্টেড ডাটা স্ক্যান করে ম্যালওয়্যার রিমুভ করে অন্য কোন নিরাপদ স্থানে রাখুন, যেখানে ম্যালওয়্যার প্রবেশের সম্ভাবনা কম।
  • রিকোভারঃ এভেইলেবল ব্যাক আপ থেকে যতটা বেশি পারা যায় ডাটা রিকোভার করুন। বিশেষ করে আপনি যদি র‍্যানসম ওয়্যার এর শিকার হয়ে থাকেন।
  • রি এক্সামিনঃ মাথা ঠাণ্ডা রেখে আপনার ডিভাইস এর সিকিউরিটি চেক করুন। বোঝার চেষ্টা করুন কিভাবে ম্যালওয়্যার আপনার সিস্টেমে প্রবেশ করলো। যথাযথ বিশ্লেষণের পর সেই গ্যাপগুলো পুরণ করার চেষ্টা করুন।

ছবিঃ সংগৃহীত

Leave a Reply