কাজের সুবিধার জন্য আপনি হয়তো আপনার মোবাইলটি সাইলেন্ট করে রেখেছিলেন। এরপর অফিস থেকে ফেরার পথে কিংবা অফিসেই ফোনটি রেখে এসেছিলেন কিনা মনে করতে পারছেন না। এদিকে ফোনে কল করেও কোন রেসপন্স পাচ্ছেন না। এবং এক সময় আপনার ফোনটি সুইচ অফ দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার ফোনটি হারিয়ে গেছে এমনটাই অনুমান করা স্বাভাবিক। আপনি হয়তো ভাবছেন আপনার ফোনে এত তথ্য রয়েছে আপনার কেউ যদি সেগুলো পেয়ে যায় তাহলে ক্ষতি হবে আপনার। কিন্তু আপনি চাইলে এখনো আপনার ফোনের হদিস করতে পারেন। এমনকি আপনার ফোনের ডাটাও মুছে ফেলতে পারেন।
হারিয়ে যাওয়ার পরেও আপনার ফোনের অবস্থান বের করা, ফোনটি লক করা, এমনকি ফোনের ডাটা মুছে দেয়া এগুলো সব সম্ভব করার উপায় বের করেছে গুগল। এজন্য আপনার ফোনটি কখন হারাবে এর জন্য অপেক্ষা না করে গুগলের নিম্নোক্ত শর্তগুলো মেনে চলুন –
- ফোন সবসময় চালু রাখুন
- গুগল একাউন্টে সাইন ইন থাকুন
- মোবাইল ডাটা বা Wi Fi এর সাথে কানেক্টেড থাকুন
- গুগল প্লে তে ভিজিবল থাকুন
- আপনার ফোনের লোকেশন সার্ভিস অন্য রাখুন এবং
- আপনার ফোনে Find My Device অপশনটি চালু রাখুন
আপনার ফোনে যদি 2 step verification চালু থাকে তাহলে ব্যাক আপ ফোন সঙ্গে রাখুন।