ম্যালওয়্যার বা মেইলিসিয়াস সফটওয়্যার হল এক ধরণের প্রোগ্রাম বা ফাইল যা আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারে। বিভিন্ন ধরণের ম্যালওয়্যারের মধ্যে রয়েছে কম্পিউটার ভাইরাস, ওয়ার্মস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার ইত্যাদি। এসব মেইলিসিয়াস প্রোগ্রাম আপনার ডিভাইসের সেনসিটিভ ডাটা চুরি, এঙ্ক্রিপ্ট বা ডিলিট করতে পারে। এছাড়া আপনার অনুমতি ছাড়াই এরা আপনার কম্পিউটারের কোর ফাংশন মনিটর, অলটার বা হাইজ্যাক করতে পারে।
বিভিন্ন ধরণের ম্যালওয়্যার
- ভাইরাসঃ ভাইরাস হচ্ছে সবচেয়ে কমন টাইপ অফ ম্যালওয়্যার। এরা নিজে থেকেই অন্যান্য প্রোগ্রাম বা ফাইলে ঢুকে সেগুলোকে ইনফেক্ট করতে পারে।
- ওয়ার্মঃ ওয়ার্ম কোন ধরণের হোস্ট ছাড়াই নিজে থেকেই রেপ্লিকেট করতে পারে। এরা মানুষের সাহায্য ছাড়াই বিস্তার লাভ করতে পারে।
- ট্রোজান হর্সঃ ট্রোজান দেখতে নরমাল প্রোগ্রামের মতই কিন্তু একবার ইন্সটল করে ফেললে ট্রোজান আপনার সিস্টেমে তার মেলিসিয়াস ফাংশন শুরু করে দেবে।
- স্পাইওয়্যারঃ ইউজারের নজর ফাকি দিয়ে তার ডিভাইস থেকে ডাটা এবং ইনফরমেশন চুরি করার উদ্দেশ্যে স্পাইওয়্যার ব্যবহার করা হয়।
- র্যানসম ওয়্যারঃ ইউজারের সিস্টেম ইনফেক্ট করে ডাটা এনক্রিপ্ট করার উদ্দেশ্যে র্যানসম ওয়্যার ব্যবহার করা হয়। সাইবার ক্রিমিনালরা এই এনক্রিপ্টেড ডাটা ডিক্রিপ্ট করার জন্য ভিক্টিমের কাছ থেকে অর্থ দাবী করে।
- রুটকিটঃ ভিক্টিমের সিস্টেমে এডমিনিস্ট্রেশন লেবেলে এক্সেস পাওয়ার জন্য রুটকিট ব্যবহার করা হয়। এবং ইন্সটল করার পরপরই এরা সাইবার ক্রিমিনালদের ভিক্টিমের সিস্টেমের এক্সেস তৈরি করে দেয়।
- এড ওয়্যারঃ ইউজারের ব্রাউজার ও ডাউনলোড হিস্টরি ট্রাক করার জন্য এড ওয়্যার ব্যবহার করা হয়। সাধারণত পপ আপ বা ব্যানার অ্যাডাভার্টাইজমেন্ট দিয়ে উইজারকে পার্চেসের লোভ দেখায় এই মেল ওয়্যার। যেমন কোন কোন ওয়েবসাইট আপনার ওয়েব পেজ ট্রাক করার জন্য কুকিজ ব্যবহার করতে পারে।
- কী লগারঃ একজন ইউজার তার কম্পিউটারের কি কি করছে প্রায় সব কিছুই মনিটর করার জন্য এই ম্যালওয়্যার ব্যবহার করা হয়। এরা আপনার ইমেইল, ওয়েব পেজ, প্রোগ্রাম, কি স্ট্রোকস সবকিছু মনিটর করার ক্ষমতা রাখে।
ছবিঃ সংগৃহীত