You are currently viewing মুভিং ফিজিক্যাল টু ডিজিটাল

মুভিং ফিজিক্যাল টু ডিজিটাল

কোভিড – ১৯ অনেক ব্যবসারই ফিজিক্যাল প্রেমিজ বন্ধ করতে বাধ্য করেছে, বাধ্য করেছে ঘরে ঢুকতে। অফিস এখন চলছে অনলাইনে, চলছে কেনাকাটাও। রাতারাতি অনলাইন নির্ভর হয়ে পড়েছি আমরা সবাই। অন্যান্য অফিসের তুলনায় আই টি অফিসগুলোতে এই পরিবর্তন চোখে পড়ার মত। আই টি সেক্টরের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ এই পরিবর্তিত সময়ে কিভাবে সাইবার সিকিউরিটি নিশ্চিত রাখাবেন এ যেন এক প্রশ্ন। এই নিবন্ধে আমরা জানব ফিজিক্যাল থেকে ডিজিটাল এই শিফটের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সম্ভাব্য সমাধানসমূহ সম্পর্কে।

নতুন কর্মপদ্ধতিঃ অনলাইনে বিজনেস স্থানান্তর মানে নতুন রিস্ক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলে একটি অল্টারনেটিভ কাজের পদ্ধতি প্রতিষ্ঠা করা।

নতুন নির্ভরশীলতাঃ অনলাইনে কাজ করা মানে আরও অধিক ডিজিটাল প্রযুক্তির সংস্পর্শে আসা। ওয়েব হোস্টিং, ক্রেডিট কার্ড প্রোসেসিং, ইমেইল, ভিডিওচ চ্যাট ইত্যকার নানা প্রযুক্তির উপর আগের চেয়ে বেশি নির্ভরশীল হওয়া। সেক্ষেত্রে আপনার অফিসের বিদ্যমান সেট আপ কি এই বাড়তি চাপ নিতে সক্ষম? বাড়তি ওয়েব ট্রাফিকের উপযোগী ব্যান্ডউইথ আপনার আছে তো? পর্যাপ্ত ক্লাউড স্টোরেজ? আপনি কি নিয়মিত ডাটা ব্যাক আপ নিচ্ছেন? আপনার কি পর্যাপ্ত আইটি সাপোর্ট রয়েছে?

ডিভাইস ও সার্ভিসের সুরক্ষাঃ আপনি হয়তো ইতোমধ্যে আপনার অফিস অনলাইনে শিফট করেও ফেলেছেন। তবু প্রাত্যহিক কাজের প্রকৃতিতে নিশ্চয়ই এক ধরণের পরিবর্তন লক্ষ্য করেছেন। যেমন আপনার প্রতিষ্ঠানের কোন কর্মী যিনি হয়তো তার নিজের ডিভাইস ব্যবহার করে কাজ কাজ করতে চাইছেন সেটা নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ; কেননা তার ব্যক্তিগত ডিভাইস দ্বারা কাজ করা আদৌ কতটুকু সম্ভব সেটা একটা বিষয়, পাশাপাশি সেই ডিভাইসের কম্প্যাটিবিলিটিও আপনার কনসার্ন হওয়া উচিত।

সাইবার সুরক্ষাঃ আপনার সামগ্রিক ব্যবসার জন্য সাইবার সিকিউরিটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন এভাবে আরও দীর্ঘদিন যদি আপনাকে হোম অফিস কন্টিনিউ করতে হয় আপনি কি আপনার বিজনেস অনলাইনে শিফট করা বা এক্সটেন্ড করার কথা ভাববেন? আপনার সেই ক্যাপাসিটি তৈরি করতে হবে সে ধরণের পরিবর্তিত পরিস্থিতির জন্য। ক্লাউড সার্ভিস অলরেডি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এ ধরণের ক্রান্তিকালীন পরিস্থিতিতে পর্যাপ্ত অনলাইন স্টোরেজ সাপোর্ট প্রদান করার উদ্দেশ্যে। সিকিউরিটির দিক দিয়ে ক্লাউড সার্ভিস একটি নির্ভরযোগ্য সমাধান। কিন্তু তারপরও আপনার ডাটার সুরক্ষার দায়িত্ব আপনার। আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ও পর্যাপ্ত ক্লাউড ফ্যাসিলিটি আছে তো?

বেসলাইন তৈরি করুনঃ অনলাইনে বিজনেস শিফট করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো একটি পুর্ণাংগ বেসলাইন তৈরিতে আপনাকে সহায়তা করবে।

  • আপনার অফিসের বিদ্যমান প্রযুক্তিগুলো চিহ্নিত করুন। যেমনঃ আপনার অফিসের আই টি এসেটসমূহ কি কি? এসব প্রযুক্তির সুরক্ষা কি আপনার হাতে নাকি কোন সার্ভিস প্রোভাইডার আছে?
  • আপনি কি কোন ক্লাউড সার্ভিস ব্যবহার করছেন?
  • আপনার কি আই টি সাপোর্ট এভেইলেবল রয়েছে?
  • কি ধরণের সাইবার সিকিউরিটি আপনি ব্যবহার করছেন?
  • প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনি কি কোন রেগুলেশন ফলো করছেন?

আই টি সার্ভিস প্রোভাইডারের সহায়তাঃ ডিজিটাল অফিসের ক্ষেত্রে আপনার নিম্নোক্ত আই টি সার্ভিস সমূহ প্রয়োজন। এগুলো কিভাবে নিশ্চিত করবেন তা ভেবে দেখুন –

  • প্যাচিং এন্ড আপডেট
  • ব্যাক আপ
  • এক্সেস
  • লগস
  • ইন্সিডেন্ট রেসপন্স

আপনার ব্যবসাকে ফিজিক্যাল থেকে ডিজিটালে শিফট করার জন্য প্রয়োজনীয় সাইবার সুরক্ষা আপনার ব্যবসাকে যেমন আত্ববিশ্বাসী আর টেকসই রাখতে সাহায্য করবে তেমনি আপনার গ্রাহকদের কাছে আপনার ভাবমুর্তিও উজ্জ্বল রাখবে। যে কোন ধরণের সিকিউরিটির সমস্যা দেখলে আই টি সাপোর্টের সহায়তা নিন।

ছবিঃ সংগৃহীত

Leave a Reply