সবার আগে ইমেইলকে ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করার জন্য ইমেইলের ব্যবহার বিধি সম্পর্কে ধারনা রাখুন।
- এন্ডপয়েন্ট এবং সার্ভার বেজড এন্টিভাইরাস স্ক্যানার ইন্সটল করুন। সাধারণত হ্যাকারের সৃষ্টি করা নতুন কোন ম্যালওয়্যার চিহ্নিত করতে এন্টি ভাইরাস ডাটাবেজের ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। তাই অপরিচিত কোন এটাচমেন্ট পাওয়ার পর স্ক্যানারের পূর্ণ উপযোগিতা পেতে এই সময়টুকু অপেক্ষা করুন। সাম্প্রতিক সময়ের এক গবেষণায় দেখা গেছে অন্তত ১০ % এন্টিভাইরাস স্ক্যানার একটি থ্রেট ডেলিভার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সনাক্ত করতে পারে। একারণে অনেক হ্যাকার পলিমরফিক ম্যালওয়্যার এপ্রোচ বেছে নেয়।
- মেশিন লার্নিং ফাংশন ও রিয়েল টাইম IP স্ক্যানিং সমৃদ্ধ ইমেইল গেটওয়ে তৈরি করতে পারেন যা সন্দেহজনক ল্যাঙ্গুয়েজ বা সেন্ডারকে সনাক্ত করতে পারবে এবং আপনাকে এলার্ট করতে পারবে। অবশ্য এই গেটওয়ে যেন নেস্টেড আর্কাইভ ফাইল যেমন ZIP বা RAR ওপেন করতে পারে এবং সন্দেহজনক মেইলিসিয়াস প্রোগ্রামকে ব্লক করতে পারে সেদিকে খেয়াল রাখুন। এছাড়া এন্ডপয়েন্টে বিভিন্ন ধরণের ম্যালওয়্যার সনাক্ত বা আক্রমণের হার বিবেচনায় এন্টিভাইরাসকে পৃথক একটি গেটওয়ে হিসেবে ব্যবহার করা ভালো।
- সন্তোষজনক ফলাফল পাওয়ার জন্য কোন সিকিউরিটি সল্যুউশন নেয়া ভালো যা একই সাথে ইমেইলের এটাচমেন্টও স্ক্যান করবে। ক্লাউডবেজড এসব সল্যুউশন ম্যালওয়্যার ডেলিভারির আগেই স্ট্যাটিক ও ডায়নামিক দুই ভাবেই এনালাইসিস করে।
ছবিঃ সংগৃহীত