You are currently viewing সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট

সাইবার সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট

আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে ব্যক্তি, সমাজ, এমনকি আমাদের অর্থনীতি ডিজিটাল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে। ক্রমবিবর্তমান এই প্রযুক্তি আমাদের বিজ্ঞান, অর্থিনীতি, যোগাযোগ সহ বিভিন্ন স্তরের কর্মকান্ডকে প্রভাবিত করছে। এর ফলে ডিজিটাল প্রযুক্তির উপর আমাদের নির্ভরশীলতা আগের চেয়ে অনেকাংশে বেড়ে গেছে। এবং পাশাপাশি একটি প্রশ্নও আমাদের সামনে হাজির করেছে, আর তা হল – এই প্রযুক্তি কতটা নির্ভরযোগ্য। প্রত্যেক প্রতিষ্ঠানকেই তাদের প্রযুক্তির রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার জন্য সময় দিতে হয়। তারচেয়ে গুরত্বপুর্ণ হল এই প্রযুক্তি ও সার্ভিসের নিরাপত্তার বিষয়টি আপনি কতটা গুরুত্ব সহকারে দেখছেন। রিস্ক ম্যানেজমেন্টের অন্যতম লক্ষ্য হচ্ছে আপনাকে এই গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং উন্নতিসাধনে উদ্বুদ্ধ করা।

রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক

এই নির্দেশনায় আমরা দুটি ভিন্ন উপায়ে রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টি খতিয়ে দেখব।

  • কম্পোনেন্ট ড্রিভেনঃ এ অংশে টেকনিক্যাল কম্পোনেন্ট এবং সেগুলোর ঝুঁকি নিয়ে আলোকপাত করা হবে।
  • সিস্টেম ড্রিভেনঃ সামগ্রিক সিস্টেমকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে রিস্ক পরিমাপ করা হবে।

উল্লেখ্য থাকে যে, রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা কোন স্টেপ বাই স্টেপ নির্দেশনা প্রদান করব না। বরং প্রত্যেক টেকনিকের কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব।

টিক বক্স রিস্ক ম্যানেজমেন্টের যেখানে শেষ

রিস্ক ম্যানেজমেন্টের দ্বিতীয় কিস্তিতে আমরা যখন ‘রিস্ক ম্যানেজমেন্টের মূল কথা’ বা ‘ফান্ডামেন্টালস অফ রিস্ক’ দেখব তখন জানব যে কিভাবে শুধুমাত্র ‘কমপ্ল্যায়েন্স’ এর উদ্দেশ্যে পরিচালিত রিস্ক ম্যানেজমেন্ট ‘টিক বক্স’ এ সীমিত এবং যেখানে প্রকৃতপক্ষে কোন নেতিবাচক পরিণতির কথা চিন্তাও করা হয় না। এর ফলে প্রতিষ্ঠানগুলো সঠিক বক্সে টিক দিয়েছে কিনা এ প্রশ্ন থেকে রেহাই পায় এবং রিস্ক ম্যানেজমেন্টে তারা কতটা দক্ষ তা প্রকাশ করে থাকে।

এ কারণেই বলা যে, এই নির্দেশনা কোন পর্যায়ক্রমিক ইন্সট্রাকশন নয় বরং প্রচলিত টেকনিকগুলোর গভীর অনুসন্ধান। বলা বাহুল্য যে, এই টিক বক্স টেকনিক আসলে টেকনিক না থাকারই সামিল। একারণে আমরা এই নিবন্ধে বিভিন্ন রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আলোচনা করব। মনে রাখবেন কোন একটি টেকনিক সব ধরণের ঝুঁকির জন্য প্রযোজ্য নাও হতে পারে। কোন নির্দিষ্ট সমস্যায় ব্যবহৃত টেকনিক আপনি এজন্য ব্যবহার করবেন না যে তা নির্দেশনায় বলা আছে বরং আপনার যৌক্তিকতা থাকতে হবে কেন আপনি উক্ত টেকনিকটি ব্যবহার করছেন।

ছবিঃ সংগৃহীত

Leave a Reply