You are currently viewing হারানো ফোনের ডাটা মুছে ফেলার উপায়

হারানো ফোনের ডাটা মুছে ফেলার উপায়

আপনার এন্ড্রয়েড সেটটি এই মুহুর্তে কোথায় আছে এটা জানার জন্য প্রথমে https://android.com/find এই লিঙ্কে প্রবেশ করুন এবং আপনার গুগল একাউন্টে সাইন ইন করুন। এতে আপনার হারিয়ে যাওয়া ফোনটিতে একটি নোটিফিকেশন পৌঁছাবে। এরপর ম্যাপে আপনি আপনার ফোনের লোকেশন দেখতে পাবেন। আপনার ফোনের এই অবস্থান শতভাগ সঠিক না হলেও কাছাকাছিই হবে। যদি আপনার ফোনের লোকেশন না দেখা যায় তবুও অন্তত আপনার ফোনের সর্বশেষ অবস্থান আপনি ম্যাপে দেখতে পাবেন।

এরপর নিচের অপশনগুলো থেকে আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন। প্রয়োজন হলে প্রথমেই Enable lock & erase বাটনে ক্লিক করুন। এছাড়াও রিমোটলি আপনার ফোনের যেসকল অপশন আপনি ব্যবহার করতে পারবেন সেগুলো হলো –

  • Play Sound: হারানোর আগে আপনার ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মুডে থাকলেও ৫ মিনিট ধরে আপনার ফোনের সর্বোচ্চ সাউন্ড ব্যবহার করে রিংগিং সাউন্ড প্লে করতে পারেন।
  • Source Device:  আপনার পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করে ফোনটি লক করে দিতে পারেন। আগে থেকে আপনার ফোনে কোন লক না থাকলেও এসময় আপনি লক সেট করতে পারবেন। এবং লক স্ক্রিনে আপনি মেসেজ বা ফোন নাম্বারও চাইলে এড করতে পারেন।
  •  Erase Device: আপনার ফোনের সমস্ত ডাটা স্থায়ীভাবে ডিলিট করতে পারেণ। তবে আপনার এস ডি কার্ডের ডাটা হয়তো ডিলিট হবে না। মনে রাখবেন ডাটা মুছে দেয়ার পর আপনার ফোনের Find My Device অপশনটি আর কাজ করবে না।

Leave a Reply