You are currently viewing সাইবার ক্রাইম কি ? (What Is Cyber Crime In Bangla)
সাইবার ক্রাইম কি ? (What Is Cyber Crime In Bangla) VPN মানে কি ?

সাইবার ক্রাইম কি ? (What Is Cyber Crime In Bangla)

সাইবার ক্রাইম (cyber crime) কাকে বলে ?

এর বিভিন্ন প্রকার

সাইবার ক্রাইম কি ? (What Is Cyber Crime In Bangla) – আজ ইন্টারনেট, কম্পিউটার এবং ডিজিটাল প্রযুক্তির সময়।

সাইবার ক্রাইম মানে কি ?
এবং, এই ইন্টারনেটের যুগে আমরা আমাদের জীবনের প্রায় অনেক বেশি পরিমানের সময় “online” থেকেই খরচ করি।

তবে, ইন্টারনেট এতো মজার এবং সবাইর প্রিয় হওয়ার কারণ কিন্তু প্রচুর রয়েছে।

নতুন নতুন খবর অনেক তাড়াতাড়ি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাওয়া, যেকোনো জায়গার থেকে আমাদের প্রিয়জনের সাথে কথা, চ্যাটিং এবং video call এর মাধ্যমে যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে অনলাইন কেনাকাটা করা, যেকোনো বিষয়ে সঠিক তথ্য গ্রহণ, মনোরঞ্জনের জন্য ভিডিও দেখা, অনলাইন গেম খেলা এবং online bill payment এর মতো প্রায় সব ধরণের কাজ আজ ইন্টারনেটের মাধ্যমে অনেক সহজে করে নেয়াটা সম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সত্যি বললে, internet আমাদের জন্য এক অবদান বলে আমি মনে করি।

কেবল, এক দিনের জন্য সম্পূর্ণ ইন্টারনেট নাই হয়ে গেলেই, সাধারণ জনজীবনে অনেক প্রভাব পড়তে পারে।

এখন, যেখানে কম্পিউটার এবং ইন্টারনেটের এতটা ভালো গুন্ বা লাভ রয়েছে, সেখানে ইন্টারনেটের সাথে এক অনেক ক্ষতিকারক বিষয় জড়িয়ে রয়েছে।

সেটা হলো, “সাইবার ক্রাইম (cyber crime)” বা “সাইবার অপরাধ“.

ইন্টারনেটে যেকোনো সময়, কোটি কোটি লোকেরা সক্রিয় থাকেন এবং তারা নিজের মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার কোরে বিভিন্ন website বা application ব্যবহার করেন।

এই ক্ষেত্রে, এমন অনেক ব্যাক্তি রয়েছে যারা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেটে সক্রিয় থাকা এই “online traffic” বা “online internet users” দেড় থেকে বিভিন্ন অবৈধ (illegal) মাধ্যমে তাদের personal information চুরি করা, ঠকানো (cheating), ঠকিয়ে টাকা আদায় এবং আরো অন্যান্য অপরাধ করেন।

এভাবেই, একটি মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে অনলাইন লোকেদের ঠকানো, privacy ও data চুরি করা বা data misuse করার অপরাধ গুলোকেই বলা হয় সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ।

এবং, যারা এই ধরণের cyber crime করেন, তাদের cybercriminals বলা হয়।

ইন্টারনেটে বিভিন্ন রকমের সাইবার ক্রাইম এর প্রকার রয়েছে।

মানে, অনলাইনে বিভিন্ন অবৈধ মাধ্যমে cyber criminal গুলি আপনাকে ঠকাতে পারে।

আপনি যদি ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক না থাকেন, তাহলে হতে পারে “তাদের পরের শিকার আপনি”.

সাইবার ক্রাইম কাকে বলে ? (What Is Cyber Crime in Bangla)
সাইবার ক্রাইম, সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ, এমন যেকোনো ধরণের অপরাধ, যেখানে একটি কম্পিউটার (computer), নেটওয়ার্ক (internet) বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস (device) অপরাধের সাধন (object) হিসেবে ব্যবহার করা হয়।

একটি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে যদি কারো ব্যক্তিগত তথ্যের অবৈধ ব্যবহার, copyright infringement, ঠকানো, personal data চুরি, hacking, phishing, spamming বা privacy theft এবং এগুলির মতো অপরাধ করা হয়, তাহলে একে বলা হয় “cybercrime” .

Cybercrime কে computer-oriented crime বলেও বোঝা যেতে পারে।

কারণ, এই ধরণের অপরাধে একটি computer device অবশই ব্যবহার করা হয়।

এই ধরণের অপরাধ বেশিরভাগ ক্ষেত্রে, সহজে লাভ আয়ের উদ্দেশ্যে এবং ডাটা চুরির করার উদ্দেশ্যে করা দেখা গেছে।

তবে, কারণ যাই হোক না কেন, আজ ইন্টারনেটে এই ধরণের অপরাধ অনেক বেশি পরিমানে হচ্ছে।

তাই, যেকোনো রকমের সাইবার ক্রাইম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা রাখুন।

কম্পিউটার ক্রাইম, অনেক রকমের হতে পারে।

যেমন, কম্পিউটারের মাধ্যমে তথ্য চুরি করা, তথ্যর ভুল ব্যবহার করা, কারো ব্যক্তিগত তথ্য অন্যকে দিয়ে দেয়া, অনুমতি ছাড়া তথ্য নষ্ট করা এবং আরো অনেক রয়েছে।

আবার cyber crime অনেক রকমের হতে পারে।

যেমন, email spam (ইমেইলের মাধ্যমে ঠকানো), hacking, phishing, virus এর মাধ্যমে, অনলাইন যেকোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া চুরি করা এবং আরো রয়েছে।

সাইবার ক্রাইম এর ক্ষেত্রে, আপনার ব্যাঙ্ক একাউন্টের তথ্য গ্রহণ করা, ডেবিট কার্ডের (debit card) অবৈধ ব্যবহার, net banking password চুরি ও অবৈধ ব্যবহার এবং ব্যক্তির bank সাথে জড়িত তথ্য চুরি করা, এবং এই ধরণের ঠকবাজি সবচেয়ে বেশি পরিমানে করা হয়।

তাহলে বন্ধুরা, বুঝলেনতো “সাইবার ক্রাইম কাকে বলে” (What Is Cyber Crime in Bangla) ?

চলুন, এখন নিচে আমরা জেনেনি “সাইবার সিকিউরিটি কি“.

কম্পিউটার কি ? এর প্রকার এবং ইতিহাস
VPN মানে কি ? এর কাজ এবং লাভ
কিছু সাইবার ক্রাইম এর প্রকার (Types Of Cyber Crime)
যা আমি ওপরেই বললাম, সাইবার ক্রাইম এর প্রকার অনেক।

মানে, ইন্টারনেট এবং কম্পিউটারের ব্যবহার করে অনেক রকমের অবৈধ কাজ বা অপরাধ করা হয়।

তবে, অনেক বছর আগে, cybercrime বললে, কেবল “hacking” কেই বলা হতো।

কারণ, আজ থেকে অনেক বছর আগে, প্রযুক্তি (technology) এতোটা উন্নত কখনোই ছিলোনা।

 

Leave a Reply