বিরাট-রোহিত (ছবি-টুইটার)
নয়াদিল্লি: ক্যাপ্টেন ইস্যুতে ভারতীয় ক্রিকেট যেন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। ‘বিরাট কোহলি বনাম রোহিত শর্মা’ চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে থেকে। বিরাট (Virat Kohli) ওয়ান ডে অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়েছেন, নাকি তাঁকে সরানো হয়েছে— এই প্রশ্নে তোলপাড় চলছে। আর তাতেই সাদা বলের ক্রিকেটে নতুন নেতা রোহিতকে (Rohit Sharma) নিয়ে উচ্ছ্বাসিত ক্রিকেটমহল। ঠিক এই পরিস্থিতিতেই খোদ রোহিতের মুখেই বিরাটকে নিয়ে নানা কথা।
ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ও টি-টোয়েন্টি টিমকে সাফল্য দিতে হলে ব্যাটসম্যান বিরাটকে যে লাগবে, তা খুব ভালো করেই জানেন রোহিত। আর তাই বলছেন, ‘ওর মতো কোয়ালিটি ব্যাটার যে টিমের জন্য জরুরি। টি-টোয়েন্টিতে ওর গড় ৫০। এটা যে অবিশ্বাস্য ব্যাপার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অভিজ্ঞতা দিয়ে বিরাট কিন্তু বহুবার কঠিন পরিস্থিতি থেকে ভারতকে জিতিয়েছে।’
ভারতের ওয়ান ডে টিমের নতুন ক্যাপ্টেন কিন্তু বলে দিচ্ছেন, ‘ক্যাপ্টেনের দায়িত্বই হল সঠিক প্লেয়ারকে খেলানো। ঠিকঠাক একটা টিমকে দাঁড় করানো। আর সেই সঙ্গে টিমটা যেন নির্দিষ্ট একটা পরিকল্পনার উপর দাঁড়িয়ে থাকে। সেই সঙ্গে একজন ক্যাপ্টেনকে যেমন সামনে দাঁড়িয়ে পারফর্ম করতে হয়, তেমনই পুরো টিমকে আগলে রাখতে হয়।’
একই সঙ্গে রোহিতের ক্যাপ্টেন্সি দর্শন বলছে, ‘মাঠের ভিতরে আমার ভূমিকা যত না, বাইরে তার থেকে অনেক বেশি। বরং যে প্লেয়াররা মাঠে নামবে, তাদেরকে অনেক বেশি সময় দিতে হয়। যে কোনও ক্যাপ্টেনের হাতে মাঠে খুব বেশি হলে ঘণ্টা তিনেক সময় থাকে। সেখানে খুব বেশি বদল আনা যায় না। আলাদা করে কাউকে নয়, পুরো এগারো জনকে দেখতে হয়।’
বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে তিনটে আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। যা বিরুদ্ধে গিয়েছে বিরাটের। কেন পারেনি ভারত, তা নিয়ে ভাবতে চান না রোহিত। ‘আমরা ওই টুর্নামেন্টগুলোয় শুরুর দিকেই হেরে বসেছি। ১০-৩ অবস্থা থেকে আমরা বেশ কিছু ম্যাচ হেরেছি। সেখান থেকে শিক্ষা নিয়েই টিমকে তৈরি করতে চাইছি। আর সেই কারণেই ৩, ৪, ৫ ও ৬ নম্বরে যারা ব্যাট করতে আসবে, তাদের তৈরি থাকতে হবে। কোথাও এমন লেখা নেই যে, ১০-৩ থেকে ১৯০ তুলে জেতা যাবে না। প্রথম ওভারে যদি ১০-২ হয়ে যায় টিম, তখন কী করা উচিত? কী পরিকল্পনা নেওয়া উচিত? এই রকম পরিস্থিতি তৈরি করে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে এমন দু’বার ঘটেছে। একবার ঘটেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রোহিতের স্পষ্ট কথা, ‘বিপক্ষ টিমের বোলিং দুরন্ত ছিল। তাই তিনবার এমন ঘটেছে। আশা করি, চতুর্থবার এমন হবে না।’
আরও পড়ুন: India vs New Zealand: ভারতকে খোঁচা দিয়ে টুইট, মিচেল ম্যাকক্লেনাঘানকে তুলোধনা করল ভারতীয় সমর্থকরা