উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
ছবি: টুইটার
নিয়ন: ছিল রুমাল, হয়ে গেল বেড়াল! শুনতে অস্বাভাবিক লাগলেও বাস্তবে তা-ই ঘটেছে! প্রযুক্তি জটে নজিরবিহীন ভাবে বাতিল করা হয় চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ড্র। ঘণ্টা দুয়েকের মধ্যে নতুন ড্র হয়। প্রথম ড্রতে লিওনেল মেসি (Lionel Messi)-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মুখোমুখি নামার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে। নতুন ড্রয়ে ম্যাঞ্চেস্টারের প্রতিপক্ষ এখন লুই সুয়ারেসের আতলেতিকো মাদ্রিদ। প্রথম ড্রয়ের মতো দ্বিতীয় ড্রয়েও চেলসি-লিল ম্যাচ অপরিবর্তিত। বাকি সাতটা টিমেরই প্রতিপক্ষ পাল্টে গেল!
দুটো মস্ত ভুল দেখা যায় প্রথম ড্রয়ে। এক, প্রি-কোয়ার্টারে প্রথমে ঠিক হয়, ভিয়ারিয়ালের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী, একই গ্রুপ টিমগুলো একে অপরের বিরুদ্ধে রাউন্ড সিক্সটিনে খেলে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ম্যাচ ভিয়ারিয়ালের বিরুদ্ধে পড়তে দেখে তা বাতিল করা হয়েছিল প্রথমে। যার অর্থ হল, ড্রয়ের সময় ভুল পটে রাখা হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। দুই, নিয়ম মানলে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে শেষ ১৬-তে খেলা পড়া উচিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। কিন্তু দেখা যায় যে, ওই সময় নির্বাচিত পটে রাখাই হয়নি রেড ডেভিলদের। তা নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। এর আগে কখনও চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে এমন বিভ্রাট হয়নি। তাই উয়েফার তরফে প্রযুক্তির দোহাই মেনে নিচ্ছে ফুটবল দুনিয়া।
পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, প্রি কোয়ার্টারে প্যারিস সাঁজা বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ পড়তে দেখে। লিও মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এর আগেও শেষ ১৬তে হয়েছে। কিন্তু ভুলের পর ভুলের মধ্যে দিয়ে এ ভাবে চ্যাম্পিয়ন্স লিগ ড্র কখনও হয়নি। বিতর্ক তীব্র হতেই উয়েফার কর্তারা জরুরি বৈঠকে বসেন। সভার পর ঘোষণা করা হয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ড্র নতুন করে আবার হবে। এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘প্রযুক্তিগত সমস্যার জন্যই কোন টিম কোন টিমের বিরুদ্ধে খেলবে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড সিক্সটিনের ড্র নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। আর তাই পুরো সূচিটাই নতুন করে তৈরি হবে।’
জট, বিভ্রাট এবং বাতিলের জেরে বিশ্ব ফুটবল অবাক হয়ে যায়। কিন্তু উয়েফার তরফে এই জটিলতা নিয়ে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হয়নি। ভিয়ারিয়ালের মুখে পড়া ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা কিন্তু বিতর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। তাঁর স্পষ্ট কথা, ‘চ্যাম্পিয়ন্স লিগ ড্র নিয়ে ব্যাখ্যা চাইছেন? এটা আবার হচ্ছে। এটা একটা ভুল ছিল। এমন ভুল হতেই পারে। কোচেরা যেমন ভুল করে, উয়েফাও করে। তবে এমন ভুল আর হওয়া উচিত নয়। আর প্রতিপক্ষ, এই পর্যায়ে সব টিমই কঠিন।’
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ড্র…
- বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
- ভিয়ারিয়াল বনাম ম্যাঞ্চেস্টার সিটি
- আতলেতিকো মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
- এফসি সাল্সবার্গ বনাম লিভারপুল
- ইন্টার মিলান বনাম আয়াক্স
- স্পোর্টিং সিপি বনাম জুভেন্তাস
- চিলসি বনাম লিল
- পিএসজি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ড্র…
- চেলসি বনাম লিল
- বেনফিকা বনাম আয়াক্স
- বায়ার্ন মিউনিখ বনাম এফসি সাল্সবার্গ
- পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ
- আতলেতিকো মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
- ইন্টার মিলান বনাম লিভারপুল
- জুভেন্তাস বনাম ভিয়ারিয়াল
- ম্যাঞ্চেস্টার সিটি বনাম স্পোর্টিং লিসবন
আরও পড়ুন: UEFA Champions League Draw: প্রযুক্তি জটে নজিরবিহীন ভাবে বাতিল চ্যাম্পিয়ন্স লিগে ড্র