এক সপ্তাহে করোনা আক্রান্ত ৪২! ভাইরাস আতঙ্কে স্থগিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ


Published by: Sulaya Singha |    Posted: December 14, 2021 3:16 pm|    Updated: December 14, 2021 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল মাঠে ফের ছড়াল করোনা আতঙ্ক। ইংল্যান্ডে নতুন করে দাপট দেখাচ্ছে মারণ ভাইরাস। আর সেই কারণেই ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হল।

গত রবিবার রুটিন ফ্লু টেস্টে কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে। যে কারণে কয়েকজন ফুটবলার এবং স্টাফকে বাড়ি ফিরে যেতে বলা হয়। আরও নিশ্চিত করে পজিটিভ ব্যক্তিদের RT-PCR টেস্ট করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর সোমবার ম্যান ইউর তরফে জানানো হয়, সংক্রমণ ঠেকাতে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড আপাতত তালাবন্ধ রাখা হচ্ছে। তবে আলাদা করে বায়োবাবলে প্র্যাকটিসের অনুমতি দেওয়া হয়েছিল ফুটবলারদের। কিন্তু সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে শেষমেশ মঙ্গলবার রোনাল্ডোদের ম্যাচ স্থগিতেরই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রিমিয়ার লিগের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “ম্যাঞ্চেস্টার দলে ক্রমেই ছড়িয়ে পড়ছে কোভিড-১৯। তাই মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণ রুখতেই ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্সের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য, গত সপ্তাহ থেকে এখনও পর্যন্ত রেড ডেভিলসের ৪২ জন করোনার কবলে পড়েছেন। তাই নতুন করে কোনও ঝুঁকি নিতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষও।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply