ISL 2021-22: ঘুরে দাঁড়াতে না পারলে প্লে-অফ কঠিন হবে: হাবাস


ISL 2021-22: ঘুরে দাঁড়াতে না পারলে প্লে-অফ কঠিন হবে: হাবাস

কলকাতা: দু’ম্যাচ পর আর জয়ের দেখা নেই মোহনবাগানে (ATK Mohun Bagan)। শেষ চার ম্যাচে দুটো হার, দুটো ড্র। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র হয়েছে। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে আন্তোনিও হাবাসের (Antonio Habas) টিম। জয় না এলে যে বাগানকে প্লে-অফে নিয়ে যাওয়া কঠিন হবে, মেনে নিচ্ছেন স্প্যানিশ কোচ।

শেষ চার ম্যাচ ধরলে ১২ পয়েন্টের মধ্যে মাত্র দু’পয়েন্ট তুলেছে এটিকে মোহনবাগান। পরিস্থিতি যে অত্যন্ত কঠিন, কোনও সন্দেহ নেই। বিএফসি ম্যাচের পর হাবাস বলেছেন, ‘ক্রমশ নিজেদের সুনাম হারিয়ে ফেলছি আমরা। টিমের প্লেয়ারদের বুঝতে হবে, এই জায়গা থেকে বেরোতে যদি না পারি, তা হলে কিন্তু প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে না। আজকের ম্যাচের কথা যদি বলেন, ড্রটাই সঠিক ফল। যে কোনও টিমই ম্যাচটা জিততে পারত।’

গত মরসুমে পুরো আইএসএলে সব মিলিয়ে ১৫ গোল হজম করেছিল মোহনবাগান। আর এ বার, প্রথম ৬ ম্যাচেই ১৩ গোল। ডিফেন্স যে প্রতিপক্ষ টিমের চাপ নিতে পারছে না, তা ভালোই বুঝতে পারছেন হাবাস। তিনি মানছেনও, ‘প্রত্যেক সিজনে তো আর একই রকম ফুটবল খেলা যায় না। এই মরসুমের টিমে বেশ কিছু নতুন প্লেয়ার এসেছে। তাদের নিয়ে আমরা নতুন স্ট্র‍্যাটেজিতে খেলছি। তাই এবার অনেক কিছুই আলাদা। তবে গত সিজনের কথা ভুলে আমাদের আরও উন্নতি করতে হবে।’

রয় কৃষ্ণার মতো তারকারাও মানছেন, টিমে গলদ রয়েছে। তাঁর কথায়, ‘কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। বল সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না। তাই মাঝমাঠে নেমে আসতে হচ্ছে স্ট্রাইকারদের। তা ছাড়া প্রতিপক্ষ ডিফেন্ডাররা এখন আমাদের বুঝে ফেলেছে। যে কারণে আমাদের আটকানোর কাজটা খুব ভালো ভাবেই করছে ওরা। একটা ব্যাপার পরিষ্কার, দল হিসেবে নিজেদের আরও মেলে ধরতে হবে।’

আরও পড়ুন: ISL 2021-22: ফিরছেন অরিন্দম, প্রথম জয়ের সন্ধানে লাল-হলুদ

আরও পড়ুন: ISL 2021-22: দু’বার এগিয়ে গিয়েও ফের পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের

Leave a Reply