Ashes Series: গোলাপি বল টেস্টে অজিদের শাসন অব্যাহত, বেজায় চাপে রুটরা


Ashes Series: গোলাপি বল টেস্টে অজিদের শাসন অব্যাহত, বেজায় চাপে রুটরা

অস্ট্রেলিয়া ৪৭৩-৯ (ডিঃ) ও ২৩০-৯
ইংল্যান্ড ২৩৬ ও ৮২-৪
(আগের দিন অস্ট্রেলিয়ার ৪৫-১ এর পর)

অ্যাডিলেড: গোলাপি বল টেস্টে জো রুটের (Joe Root) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার (Australia) শাসন চলছেই। পঞ্চম দিন রুটদের সামনে টার্গেট ৯০.৪ ওভারে ৩৮৬ রান তোলা। আর অজিদের ম্যাচ জিততে চাই আর ছয় উইকেট। স্টার্ক-রিচার্ডসনদের দাপটে ফের এক বার চতুর্থ দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া।

গাব্বা টেস্টের পর অ্যাডিলেড টেস্টও হাত থেকে প্রায় ফস্কাতে চলেছে রুটব্রিগেড। তৃতীয় দিনের শেষে ব্যাট হাতে নেমে পড়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ৯ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন স্টিভ স্মিথ। রুটদের সামনে সেই সময় টার্গেট ঝুলছিল ৪৬৮ রানের। দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের মতোই ধাক্কা দিতে শুরু করে দিল নাথান লিঁয়রা। স্কোরবোর্ডে যখন মাত্র ৪ রান প্রথম উইকেট হারিয়ে বসে রুটরা। ওপেনার হাসিব হামিদকে ফেরান ঝাই রিচার্ডসন। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন হামিদ। ররি বার্নস ও দাভিদ মালান জুটিতে খানিকটা টানতে থাকে ইংল্যান্ডকে। মিচেল নাসের দ্বিতীয় ধাক্কা দেন ইংল্যান্ডকে। ২০ রান করে সাজঘরে ফেরেন মালান।

রিচার্ডসনদের দাপটে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বার্নসও। ৩৪ রানের মাথায় রিচার্ডসন অজিদের তৃতীয় সাফল্য এনে দেন। জো রুট ও বেন স্টোকস জুটিতে এগোতে থাকে ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনের শেষে রুটের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় সড় ধাক্কা দেন মিচেল স্টার্করা। অধিনায়কোচিত ইনিংস খেলতে পারলেন না রুট। ২৪ রানের মাথায় সাজঘরে ফিরলেন তিনি। দিনের শেষে রুটের উইকেটটা বড় প্রাপ্তি অজিদের। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮২। অ্যাডিলেড টেস্টের শেষ দিন ইংল্যান্ডের টার্গেট ৩৮৬ রান অন্যদিকে স্টার্ক-রিচার্ডসনদের নজর আর ছ’টি উইকেটে।

এই মুহূর্তে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছেন কামিন্সরা। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টও প্রায় হাতছাড়া করেই ফেলেছে ইংল্যান্ড। অ্যাডিলেডে দিন রাতের টেস্টের শেষ দিন স্টোকস-বাটলার কোনও জাদু দেখালে অবাক হওয়া ছাড়া উপায় থাকবে না।

আরও পড়ুন: Ashes 2021-22: ১০০ বার অপরাজিত, বিরল কীর্তি অ্যান্ডারসনের



Leave a Reply