ISL 2021-22: কালই অভিষেক সবুজ-মেরুনের নয়া কোচ ফেরান্দোর


হুয়ান ফেরান্দো।
ছবি: টুইটার

ফাতোরদা: জল্পনা চলছিলই। অবশেষে তাই-ই সত্যি হল। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) নতুন কোচ হলেন হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আজই সরকারি ভাবে ঘোষণা করল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। কাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (North East United FC) বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার আগেই বাগান শিবিরে যোগ দিলেন এই স্প্যানিশ কোচ।

 

গতকালই এফসি গোয়ার (FC Goa) কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হুয়ান ফেরান্দো। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল ৪০ বছরের এই স্প্যানিশ কোচের বাগান শিবিরে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। কালই বাগানের বেঞ্চে অভিষেক হচ্ছে হুয়ান ফেরান্দোর। খালিদ জামিলের (Khalid Jamil) দলের বিরুদ্ধে নতুন কোচের হাত ধরে নতুন শুরুর অপেক্ষায় সবুজ-মেরুন ব্রিগেড। দায়িত্ব নিয়েই সবুজ-মেরুন সমর্থকদের আশ্বস্ত করে ফেরান্দোর বার্তা, ‘আমি প্রথম দিন থেকেই আমার ১১০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব, সমর্থকরা সবচেয়ে ভালো ফুটবল দেখতে পারবে এবং উপভোগ করবে। দল কিভাবে ঘুরে দাঁড়াতে পারে তার কাজ শুরু করে দিয়েছি।’

 

 

 

এই মরসুমেই হুয়ান ফেরান্দোর সঙ্গে চুক্তি করে এফসি গোয়া। তাঁর হাত ধরে কলকাতায় ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের দল। এফসি গোয়ার চেয়ে অনেক বেশি অর্থ দিয়েই ফেরান্দোকে নিজেদের দলে ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান।

 

আরও পড়ুন: India Tour Of South Africa: সেঞ্চুরিয়নের উইকেট দেখে অবাক শ্রেয়স



Leave a Reply