MS Dhoni-Sakshi Singh Dhoni: ১৪ বছর একসঙ্গে পথচলা, দেখুন সাক্ষীর সঙ্গে ধোনির মজার ভিডিও


MS Dhoni-Sakshi Singh Dhoni: ১৪ বছর একসঙ্গে পথচলা, দেখুন সাক্ষীর সঙ্গে ধোনির মজার ভিডিও

নয়াদিল্লি: ১৪ বছর আগে ১৯ নভেম্বর দিনটা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কাছে যতটা বিশেষ, তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনির (Sakshi Singh Dhoni) কাছেও একই। কেন জানেন? ২০০৭ সালের ১৯ নভেম্বরই ধোনি-সাক্ষীর প্রথম সাক্ষাৎ হয়েছিল। তারপর, তিন বছর চুটিয়ে প্রেম করার পর সাতপাঁকে বাঁধা পড়েছিলেন মাহি-সাক্ষী। সদ্য জয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক মাহি। সেখান থেকেই বিভিন্ন ছবি-ভিডিও শেয়ার করেছেন ধোনিপত্নী।

ধোনির বায়োপিকের দৌলতে ধোনি-সাক্ষীর প্রেমের কথা সকলেই জানেন। ফলে তাঁদের সাক্ষাৎটাও যে বিশেষ তা বলার অপেক্ষা রাখে না। সাক্ষীর কথায়, ‘জব উই মেট’…. তা কী আর ভোলার মতো! রবিবার সাক্ষী ধোনির সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতির কথা মনে করে তাঁরর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘একে অপরকে প্রথম দেখার ১৪ বছর পূর্তিতে উল্লাস। ডিসেম্বর, জব উই মেট’।

ধোনির পরিবার জয়পুরে প্রাক্তন বিমান পরিবহন মন্ত্রী প্রফুল প্যাটেলের ছেলে প্রজয়ের বিয়েতে অংশ নিয়েছিলেন। জয়পুরের পুংলিয়া পরিবারের শিবিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন প্রজয় প্যাটেল। অনেক বিশিষ্ট সেলিব্রিটি এবং রাজনীতিবিদ এই বিয়েতে উপস্থিত ছিলেন। সেখানেই সাক্ষী ও তাঁর বান্ধবীকে দেখা যায় মাহিতে ঘিরে মজার বুমেরাং ভিডিও বানাতে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও।

দেখুন সেই ভাইরাল ভিডিও…

আরও পড়ুন: Rishabh Pant: বিশেষ সম্মান, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋষভ পন্থ

আরও পড়ুন: PAK vs NZ: বিতর্ক মেটাতে দু’দফায় পাক সফর নিউজিল্যান্ডের

আরও পড়ুন: India Tour of South Africa: বিরাটদের বক্সিং ডে টেস্ট দর্শকহীন



Leave a Reply