আগামী মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন পরের মরসুমে খেলবে আইএসএলে (ছবি-টুইটার)
কলকাতা: ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এএফসি (AFC) যে রোড ম্যাপ তৈরি করে দিয়েছে, তাই মেনে চলবে সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। যার অর্থ হল, ২০২৩-২৪ মরসুম থেকে আই লিগের (I League) চ্যাম্পিয়ন টিম আইএসএলে (ISL) খেলবে। এমনই জানিয়ে দিলেন এআইএফএফের সচিব কুশল দাস। তবে, অবনমন শুরু হবে ২০২৫-২৬ মরসুম থেকে। যা আগেই জানিয়ে দিয়েছে আইএসএলের আয়োজক এফএসডিএল।
বায়ো বাবলে আই লিগ শুরু হচ্ছে ২৬ ডিসেম্বর থেকে, বাংলায়। তার আগে কুশল বলছেন, ‘কোভিড একটা বড় ধাক্কা আমাদের সবাইকে দিয়েছে। আর তার জন্য যে নানা সময় পড়তে হচ্ছে টিমগুলোকে, তা আমরা বুঝতে পারছি। আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি টিমই তুলে নিয়েছে। ইস্টবেঙ্গলও আইএসএল খেলা নিয়ে নানা সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি, যে ভারতীয় ফুটবলের উন্নতি কল্পে যে রোডম্যাপ তৈরি করা হয়েছিল, তা এখনও অনুসরণ করছি। ওই পরিকল্পনা বাতিল করার কোনও কারণ নেই।’
একই সঙ্গে কুশল বলে দিচ্ছেন, ‘২০২৩-২৪ মরসুম থেকে পরিকল্পনা কার্যকর করা হবে। আই লিগের চ্যাম্পিয়ন টিম সমস্ত শর্তপূরণ করলে আইএসএল খেলবে। এর ফলে আইএসএল টিম বাড়বে। এটা দু’বছরের জন্য চালানো হবে। তার পরের মরসুম থেকে অবনমন শুরু হবে আইএসএলে। এই যে পরিকল্পনা, তার সঙ্গে এক মত হয়েছে আইএসএল ও আই লিগের ক্লাবগুলো। সেই মতোই এগনো হবে।’