India Tour Of South Africa: জো’বার্গে বিশেষ অনুশীলনে মায়াঙ্ক, সুইংয়ে ভরসা দিচ্ছেন দীপক চাহার
জোহানেসবার্গ: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর ৫ দিন পরই শুরু ভারত (India)-দক্ষিণ আফ্রিকা (South Africa) টেস্ট সিরিজ। জোহানেসবার্গে (Johanesburg) বক্সিং ডে টেস্ট ঘিরে এখন থেকেই উত্তাপ চড়তে শুরু করে দিয়েছে। দলের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রত্যেক দিনই দল নিয়ে বিশেষ অনুশীলনে নেমে পড়ছেন মিস্টার ডিপেন্ডেবল।
Work mode on ?? pic.twitter.com/TjwvAGzTSp
— Mayank Agarwal (@mayankcricket) December 21, 2021
সেঞ্চুরিয়নের (Centurion) সুপারস্পোর্ট পার্কে বিশেষ অনুশীলন করতে দেখা গেল মায়াঙ্ক আগারওয়ালকে (Mayank Agarwal)। রোহিত শর্মা (Rohit Sharma) হ্যামস্টিংয়ে চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওপেনিংয়ে মায়াঙ্কের উপরেই ভরসা করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে মুম্বইয়ে ১৫০ আর ৬২ রানের ইনিংসে ফিরেছে আত্মবিশ্বাস। সেঞ্চুরিয়নের ঘাসের উইকেট বিপদে ফেলতে পারে ভারতীয় ব্যাটারদের। তাই কোহলিদের সেই মতো বিশেষ অনুশীলনও করাচ্ছেন দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে ময়াঙ্কের। ৩ টেস্টে ৩৪০ রান রয়েছে তাঁর ঝুলিতে। যার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি আছে।
পেসার দীপক চাহারকেও (Deepak Chahar) দেখা গেল বল হাতে নেট সেশনে আগুন ঝরাতে। চাহারের অধিকাংশ সুইং সামলাতে পারলেন না রাহানে, পূজারা, রাহুলরা। জো’বার্গের উইকেটে বিধ্বংসী হয়ে উঠতে পারেন দীপক চাহার। সেই আভাসও দিয়ে রাখলেন।
প্র্যাক্টিসে দেখা গেল ঋদ্ধিমান সাহাকেও।
আরও পড়ুন: India Tour of South Africa: ভারতীয় ক্রিকেটে অগ্রাধিকার কিসের? কী বলছেন সলমন বাট?