1/5
ঋষভ পন্থ – ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঠে নিজের জাত চিনিয়েছেন। এ বার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে কেরিয়ারের প্রথম ম্যাচ খেলার পালা। পন্থ এই ম্যাচে অন্যান্য বিদেশ সফরের মতো ছাপ ফেলে রাখতে চাইবেন। (ছবি-বিসিসিআই টুইটার)
2/5
মায়াঙ্ক আগরওয়াল – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) রেকর্ড বেশ নজর কাড়া। তবে এ বার তাদের ঘরের মাঠে চাপে ফেলার পালা। রোহিত শর্মার অনুপস্থিতিতে মায়াঙ্ক-লোকেশ রাহুল ওপেনিং জুটিতেই আস্থা রাখতে চলেছে টিম ইন্ডিয়া। এমনটাই ধারণা ক্রিকেটমহলের। ফলে ম্যান্ডেলার দেশে রাবাডাদের বিরুদ্ধে এ বার মায়াঙ্কের সুযোগ কাজে লাগানোর পালা। (ছবি-বিসিসিআই টুইটার)
3/5
শার্দূল ঠাকুর – ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে শার্দূল ঠাকুরের (Shardul Thakur) ওপর ভরসা রাখতে চলেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের দেশে এর আগে কখনও খেলেননি শার্দূল। কিন্তু বলের পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনীয় কাজ করে দিতে সেরা শার্দূল। ফলে সুযোগ পেলে তিনিও রামধনুর দেশে জ্বলে উঠতে পারেন। (ছবি-বিসিসিআই টুইটার)