ISL 2021-22: ২৯ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি (ছবি-আইএসএল টুইটার)
পানাজি: ২৭ নভেম্বর প্রথম ডার্বিতে লজ্জার হার হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। এটিকে মোহনবাগান ৩-০ জিতেছিল ওই ম্যাচে। রয় কৃষ্ণা, মনবীর সিং ও লিস্টন কোলাসো করেছিলেন তিনটে গোল। আইএসএলের ফিরতি ডার্বিতে কি বদলা নিতে পারবে লাল-হলুদ? দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচ ২৯ জানুয়ারি, ফতোরদা স্টেডিয়ামে।
এর আগে ৮ জানুয়ারি পর্যন্ত আইএসএলের সূচি ঘোষণা করেছিল এফএসডিএল। মঙ্গলবারই লিগের বাকি সূচি প্রকাশ করল তারা। লিগ পর্ব শেষ হবে ৫ মার্চ। তারপর শুরু হবে নকআউট পর্যায়। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে মুম্বই সিটি এফসি। সম সংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে জামশেদপুর এফসি। ১১ পয়েন্ট নিয়ে তিন ও চারে যথাক্রমে হায়দরাবাদ এফসি ও চেন্নাইয়িন এফসি।
এটিকে মোহনবাগানের দ্বিতীয় দফার ম্যাচ
১৫ জানুয়ারি, প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি
২০ জানুয়ারি, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স
২৯ জানুয়ারি, প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল
৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি
৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি
১৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওডিশা এফসি
১৬ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ জামশেদপুর এফসি
২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ চেন্নাইন এফসি
২৫ ফেব্রুয়ারি, বনাম এফসি গোয়া
৪ মার্চ, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি
ডার্বি ম্যাচ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছি বাগানের। তার পর যেন হারিয়ে গিয়েছে তারা। শেষ চারটে ম্যাচ জিততে পারেনি সবুজ-মেরুন। তারই জেরে পদত্যাগ করেছেন আন্তোনিও আবাস। নতুন কোচের অধীনে নতুন করে আইএসএল শুরু করতে চাইছেন কৃষ্ণারা। ইস্টবেঙ্গল আবার ব্যর্থতার নতুন রেকর্ড তৈরি করার জন্যই যেন মাঠে নামছে। ৭টা ম্য়াচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি তারা।
The wait is over! ⚽
The second-half fixtures of the #HeroISL 2021-22 league stage are in ?
More details ?? https://t.co/UrEUI4eDyP#LetsFootball pic.twitter.com/MlYsD3AjXb
— Indian Super League (@IndSuperLeague) December 21, 2021
এসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় দফার ম্যাচ
১১ জানুয়ারি, প্রতিপক্ষ জামশেদপুর এফসি
১৯ জানুয়ারি, প্রতিপক্ষ এফসি গোয়া
২৪ জানুয়ারি, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি
২৯ জানুয়ারি, এটিকে মোহনবাগান
২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ চেন্নাইন এফসি
৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওডিশা এফসি
১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি
১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি
২৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি
২৮ ফেব্রুয়ারি, বনাম কেরালা ব্লাস্টার্স