মায়াঙ্কের ছবি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাঁরা বেশ ভালোই উপভোগ করেছেন বার্বিকিউ নাইট। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল টুইটার)
2/4
জোরকদমে অনুশীলনের পাশাপাশি ক্রিকেটারদের ফুরফুরে রাখার জন্যই এই সবের আয়োজন করা হয়েছে। যা বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নয়। (ছবি-মায়াঙ্ক আগরওয়াল টুইটার)
3/4
সোশ্যাল মিডিয়ায় ভারতের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা সদ্য এই ছবি পোস্ট করে লিখেছেন, “যখন বুধবারে রবিবারের মতো অনুভব হয়।” (ছবি-চেতেশ্বর পূজারা কু)
4/4
অনুশীলনের সময় কোচ দ্রাবিড় প্রত্যেক ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিচ্ছেন। পাশাপাশি গোলটেবলে চলছে দ্রাবিড়ের পেপটকও। (ছবি-বিসিসিআই টুইটার)