Jofra Archer: হাতে অস্ত্রোপচার, আইপিএলের নিলামে হয়তো নেই আর্চার (ছবি-জোফ্রা আর্চার টুইটার)
চোট-আঘাতের সমস্যায় জেরবার ইংল্যান্ডের (England) জোরে বোলার জোফ্রা আর্চার (Jofra Archer)। একুশের ভরা টুর্নামেন্ট খেলতে পারেননি আর্চার। আইপিএলে (IPL) খেলেননি, টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) খেলতে পারেননি। তারপর অ্যাসেজেও (Ashes Series) তাঁকে ছাড়াই মাঠে নেমেছে রুটব্রিগেড। চোট যেন কোনওমতেই পিছু ছাড়ছে না আর্চারের। এর মধ্যে ফের ডান হাতের কুনুইয়ে অস্ত্রোপচার হল তাঁর। ফলে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে নতুন বছরের মার্চে খেলা হচ্ছে না আর্চারের। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে বুধবার এমনটাই জানানো হয়েছে।
ইসিবির (ECB) তরফে এক বিবৃতিতে জানানো হয়, ১১ ডিসেম্বর লন্ডনে জোফ্রা আর্চারের ডান হাতের কুনুইয়ে দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছে। তাঁর ডান হাতের কুনুইয়ের এই চোটটা দীর্ঘদিনের। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্রিকেটে কবে ওর কামব্যাক হবে তা, সময়মতো বোঝা যাবে। তবে জোফ্রাকে ইংল্যান্ডের শীতকালীন সিরিজের জন্য আর এখন পাওয়া যাবে না।
আইপিএল ২০২২ (IPL 2022) এর আগেই রয়েছে মেগা নিলাম। অস্ত্রোপচারের পর নির্দিষ্ট বিশ্রাম প্রয়োজন। ফলে আইপিএলের আসন্ন নিলামে আর্চারকে পাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়ে গেল। এ বারের রিটেনশনে তাঁকে ধরে রাখেনি রাজস্থান রয়্যালস। ফলে আইপিএলের নতুন মরসুমে কোনও দল পান কিনা আর্চার সেদিকেও বিশেষ নজর থাকবে।
আরও পড়ুন: IPL 2022: লখনওয়ের সহকারী কোচের পদে এ বার বিজয় দাহিয়া
আরও পড়ুন: Ravichandran Ashwin: স্মিথদের মতো ব্যাটারদের জন্য ৬ মাস ধরে নিজেকে তৈরি করেছি, বলছেন অশ্বিন
আরও পড়ুন: ICC Test Ranking: রুটকে সরিয়ে শীর্ষে লাবুসেন, আরও নামলেন বিরাট