Men’s Asian Champions Trophy 2021: পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেল মনপ্রীতের ভারত
ঢাকা: এগিয়ে গিয়েও প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত (India)। সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে (Pakistan) ৪-৩ হারাল মনপ্রীত সিংয়ের। এই জয়ের ফলে গতবারের চ্যাম্পিয়নরা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy) থেকে ব্রোঞ্জ পেল। ম্যাচের সেরা ক্যাপ্টেন মনপ্রীত সিং।
Congratulations to the #MenInBlue for clinching the 3rd place in the Hero Men’s Asian Champions Trophy Dhaka 2021. ?
Well played, team ??.??#IndiaKaGame #HeroACT2021 pic.twitter.com/j7UDwYoins
— Hockey India (@TheHockeyIndia) December 22, 2021
গ্রুপ পর্যায়ে দারুণ খেলা ভারতই ছিল এই টুর্নামেন্টের ফেভারিট। সব মিলিয়ে ২০ গোল দিয়ে শেষ চারে পা দিয়েছিলেন হরমনপ্রীত, আকাশদীপ সিংরা। কিন্তু সেমিফাইনালে আবার জাপানের কাছে হেরে বসে ভারত। যা অনেকটা অঘটনই ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ব্রোঞ্জ ম্যাচ তাই ভারতীয় টিমের কাছে নিজেদের প্রমাণ করার ম্যাচ ছিল। ম্যাচ শুরুর ঠিক আগে গ্রাহাম রিডও বলেছিলেন, ‘নিজেদের প্রমাণ করতে হবে। যে তাগিদ নিয়ে পুরো টুর্নামেন্ট খেলেছে টিম, সেটাই আর একবার ফিরিয়ে আনতে হবে। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।’
ম্যাচের শুরুতেই ১-০ করে ফেলেছিল ভারত, হরমনপ্রীতের পেনাল্টি কর্নার থেকে করা গোলে। এই টুর্নামেন্টে ভারতীয় ডিফেন্ডার দারুণ ফর্মে আছেন। সব মিলিয়ে ৮ গোল করে ফেলেছেন তিনি। এর পর অবশ্য পাকিস্তান পাল্টা চাপ তৈরি করেছিল। প্রথম কোয়ার্টারেই সমতা ফেরায় তারা। দ্বিতীয় কোয়ার্টারেও গোল পেতে পারত, যদি না ভারতীয় কিপার সুরজ কারকেরা পাকিস্তান পর পর গোল সেভ না করতেন। ওই পর্বে মহম্মদ ইয়াকুব, আমজাদ আলিরা তীব্র চাপ তৈরি করেছিলেন ভারতীয় টিমের উপর। কিন্তু সুরজ একাই যাবতীয় ঝড় সামলে দেন।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবার ২-১ করে পাকিস্তান। পাকিস্তানের একটা শট প্রথমে সেভ করেন ভারতের কৃষ্ণন পাঠক। তা ধরে গোল করে ফেলেন আদ্বুল রানা। কিছুক্ষণের মধ্যে গুরসাইবজিত্ সিং ২-২ করেন। চতুর্থ কোয়ার্টারে অবশ্য আটকানো যায়নি ভারতকে। হলুদ কার্ড দেখায় পাঁচ মিনিটের জন্য ১০ জন হয়ে যায় পাক টিম। সেই সুযোগ পূর্ণ তুলেছিলেন ভারতীয় প্লেয়াররা। পেনাল্টি কর্নার থেকে ৩-২ করেন বরুণ কুমার। তার কিছুক্ষণের মধ্যে আবার আকাশদীপ ৪-২ করে ফেলেন। নাদিমের গোলে ৩-৪ করলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ আর পায়নি পাকিস্তান।