Ravi Shastri: দক্ষিণ আফ্রিকায় সাফল্য পাবেন বিরাটরা, আশা শাস্ত্রীর


Ravi Shastri: দক্ষিণ আফ্রিকায় সাফল্য পাবেন বিরাটরা, আশা শাস্ত্রীর (ছবি-টুইটার)

মুম্বই: তাঁর হাত ধরেই বিদেশের মাঠে টেস্ট ক্রিকেটে আধিপত্য দেখাতে শুরু করেছিল ভারত (India)। সেই রবি শাস্ত্রী (Ravi Shastri) এখন আর কোচ নন। মাস দুয়েক আগে ভারতীয় টিমের কোচের পদ থেকে সরলেও রবি শাস্ত্রীর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে বিরাট কোহলির টিম সাফল্য পাবে।

১৯৯২ সালে প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। ডারবানে ছিল প্রথম টেস্ট। ১৪ বছর লেগে গিয়েছিল ওই দেশে কোনও টেস্ট ম্যাচ জিততে। এই সিরিজে সব হিসেব উল্টে যেতে পারে। দুই দেশের জমজমাট টেস্ট সিরিজ নিয়ে তৈরি বিজ্ঞাপনে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রীকে।

বিরাটদের (Virat Kohli) প্রাক্তন কোচ বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের প্রমাণ করার এর থেকে ভালো সুযোগ আর পাবে না ভারতীয় টিম। বিরাট ভীষণ প্রভাবশালী নেতা। ওর টিমটাও খুব প্রতিভাবান। আমার তো মনে হয় সাফল্য পাবে বিরাটরা।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পর পর দুটো সিরিজ জয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতা। ভারতীয় টিম বিদেশের মাঠে ধারাবাহিক সাফল্য পাচ্ছে। প্রোটিয়াদের বিরুদ্ধে জিততে পারলে একটা বৃত্ত সম্পূর্ণ হবে। শাস্ত্রীর বিশ্বাস, সেটা করে দেখানোর ক্ষমতা আছে বিরাটদের। প্রাক্তন ভারতীয় কোচের তাঁর কথায়, ‘দক্ষিণ আফ্রিকা এখনও অধরা রয়ে গিয়েছে ভারতের কাছে। প্রোটিয়ারা ওদের ঘরের মাঠে খেললেও তেমন ধারালো নয়। কিন্তু ভারতীয় টিমে যথেষ্ট আগুন রয়েছে। সেটা তুলে ধরার ক্ষমতাও রয়েছে। বরাবরের মতো ভারতীয় টিমকে আমি সমর্থন করবই।’

রবি শাস্ত্রী ভারতীয় টিমের কোচিং ছাড়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছিল। যে আগুন ছড়িয়ে পড়েছিল এক সময় ভারতীয় টিমের অন্দরেও। কোচিং স্টাফদের অনেকেই একে একে সরে গিয়েছেন। এমনকি বিরাট কোহলিও আর সাদা বলের ক্যাপ্টেন নন। যে বিতর্ক এখনও মেটেনি। বিরাট এবং ভারতীয় টিমকে স্বস্তি দিতে পারে, এমনকি যাবতীয় বিতর্ক ভুলিয়ে দিতে পারে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়। সেই কারণেই মরিয়া দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে। শুধু তাই নয়, দু’বছরেরও বেশি সময় টেস্ট সেঞ্চুরি না পাওয়া বিরাট কিন্তু সাফল্য পেতে মুখিয়ে রয়েছেন।

Leave a Reply