Published by: Sulaya Singha | Posted: December 26, 2021 8:58 pm| Updated: December 26, 2021 8:58 pm
ভারত: ২৭২/৩ (রাহুল-১২২, মায়াঙ্ক-৬০)
প্রথম দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার কাঁধে উঠেছে সহ-অধিনায়কের দায়িত্ব। তা সত্ত্বেও ঠান্ডা মাথায় সেঞ্চুরিয়নের বাইশ গজে দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন কেএল রাহুল। টেস্টে নিজের সপ্তম শতরান করে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। আর সেই সঙ্গে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুবিধাজনক জায়গাতেই রইল টিম ইন্ডিয়া।
?
A phenomenal century by @klrahul11 here at the SuperSport Park.
This is his 7th Test ton ??#SAvIND pic.twitter.com/mQ4Rfnd8UX
— BCCI (@BCCI) December 26, 2021
বিস্তারিত আসছে…
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে Follow।