Published by: Sucheta Sengupta | Posted: December 28, 2021 6:50 pm| Updated: December 28, 2021 7:00 pm
কিংশুক প্রামাণিক: মঙ্গলবার সকালেই দুঃসংবাদটা ভেসে এসেছিল। করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাতেই তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর ভাইরাল লোড (CT Value) ১৯.৫ বলে জানা গিয়েছে, যা বেশ উদ্বেগজনক। এই খবর জেনেই ফোন করে ‘দাদা’র অসুস্থতার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্রুত সৌরভের আরোগ্য কামনা করেছেন তিনি। রাজ্য সরকারের তরফে যে কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে, হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল।
রবিবার থেকে সর্দি-জ্বর ছিল বিসিসিআই সভাপতির। ডা. সপ্তর্ষি বসুর পরামর্শে করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্টে জানা যায়, কোভিড পজিটিভ (COVID-19) সৌরভ। চলতি বছরের গোড়ার দিকেই হার্টে তিনটি স্টেন্ট বসেছিল দাদার। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। এই হাসপাতালেই সেবারও অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন সৌরভ। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়েছে তাঁর। জ্বর বা শ্বাসকষ্ট নেই। গন্ধ এবং স্বাদ পাচ্ছেন স্বাভাবিকভাবেই। সিটি ভ্যালু কম থাকায় তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তাতে বোঝা যাবে, ওমিক্রন (Omicron) তাঁর শরীরে বাসা বেঁধেছে কি না।
[আরও পড়ুন: COVID-19: করোনা আক্রান্ত BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, ভরতি হাসপাতালে]
খবর পেয়েই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছেন। তাই সশরীরে তাঁকে হাসপাতালে দেখতে যেতে পারেননি। তবে ফোনে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্য সরকার সবরকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত করোনাজয়ী হয়ে উঠুক সৌরভ – এই শুভেচ্ছাবার্তাও জানান। এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও বিসিসিআই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে চমক মনোজ তিওয়ারির, সেঞ্চুরি হাঁকালেন মন্ত্রীমশাই]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ