অস্ট্রেলিয়ার জয়।
ছবি: টুইটার
ইংল্যান্ড ১৮৫ ও ৬৮
অস্ট্রেলিয়া ২৬৭
মেলবোর্ন: আড়াই দিনও গড়াল না অ্যাসেজের (Ashes) তৃতীয় টেস্ট। ৩১/৪ থেকে ৬৮ অলআউট। স্কট বোল্যান্ড, স্টার্কদের আগুনে পেসে ধরাশায়ী রুটরা (Joe Root)। এক ইনিংস ও ১৪ রানে তৃতীয় টেস্ট জিতে সিরিজ জয় অজিদের।
গতকালই টের পাওয়া গিয়েছিল, অ্যাসেজ টেস্ট বেশিদিন গড়াবে না। কিন্তু আজ সকালে প্রথম সেশনেই এ ভাবে ধারাসায়ী হবেন রুটরা তা অতি বড় ক্রিকেট লিখিয়েও আন্দাজ করতে পারেননি। জো রুট আর বেন স্টোকস (Ben Stokes) আজ সকালে ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি কেউই। ব্যক্তিগত ১১ রানে আউট স্টোকস। রুট, বেয়ারস্টো, উড, রবিনসনদের দ্রুত প্যাভিলিয়নে পাঠান বোল্যান্ড। একাই ৬ উইকেট নিলেন অজি পেসার। অভিষেক টেস্টেই স্বপ্নের পারফরম্যান্স ডান হাতি পেসারের। ২১ বলে ৬ উইকেট নিয়ে অভিষেকেই টেস্ট ক্রিকেটের অনন্য নজির গড়লেন বোল্যান্ড। প্রথম ইনিংসে ৫০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেন জো রুট।
Ashes retained on home soil! ??
An incredible six-wicket haul from home town hero Scott Boland led our Aussie men to victory by an innings and 14 runs #Ashes pic.twitter.com/ZFuieXIM7r
— Cricket Australia (@CricketAus) December 28, 2021
#Ashes retained ✅ pic.twitter.com/qhlKD69ciV
— Cricket Australia (@CricketAus) December 28, 2021
An incredible finish to day two!
Brilliant bowling from Mitch Starc and Scott Boland has our boys in a very strong position – England trail by 51 with six wickets in hand #Ashes pic.twitter.com/CGtqtjPQYj
— Cricket Australia (@CricketAus) December 27, 2021
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবিলেও ১ নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। সিরিজ জেতার পাশাপাশি ১০০ শতাংশ রেকর্ড নিয়ে এখন শীর্ষে প্যাট কামিন্স-স্টিভ স্মিথরা। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি জাস্টিন ল্যাঙ্গারের ছেলেরা। এ বারে একেবারে আলাদা পর্যায়ে নিজেদের মেলে ধরেছেন অজি ক্রিকেটাররা।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১৮৫ ও ৬৮ (রুট ২৮, বোল্যান্ড ৬/৭), অস্ট্রেলিয়া ২৬৭। ১ ইনিংস ও ১৪ রানে জয়ী অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: SC East Bengal: বরখাস্ত লাল-হলুদের কোচ দিয়াজ