সৌরভ গঙ্গোপাধ্যায়।
ছবি: টুইটার
কলকাতা: এ বার করোনার (COVID19) কবলে ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গিয়েছে, মৃদু উপসর্গ নিয়ে গতকাল গভীর রাতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মহারাজ। তবে, এই মুহূর্তে জানা যাচ্ছে তিনি স্থিতিশীল রয়েছেন।
BCCI President and former India captain Sourav Ganguly admitted to hospital after testing positive for COVID-19, say BCCI sources
— Press Trust of India (@PTI_News) December 28, 2021
গত বছরের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। সিএবি (CAB) সচিবকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর পর চলতি বছরের মার্চ মাসে করোনায় আক্রান্ত হন সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়। তারপর অগস্ট মাসে মারণ ভাইরাসের কবলে পড়েন সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়ও। শ্বাসকষ্ট, ডায়াবিটিস সহ একাধিক কো-মর্বিডিটি রয়েছে সৌরভের মায়ের। যার ফলে তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এ বার করোনা আক্রান্ত হলেন খোদ মহারাজ।
চলতি বছরের ২ জানুয়ারি সকালে নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সৌরভ। জিম করার সময়ে আচমকা ব্ল্যাক আউট হয়ে যান। এরপরই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে, সৌরভের বুকে তিনটি ব্লকেজ রয়েছে। চিকিৎসকের তৎপরতায় করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। চিকিৎসকরা জানান, মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল সৌরভের। মোট ৩ খানা স্টেন্ট বসেছে মহারাজের।
আরও পড়ুন: India vs South Africa: সেঞ্চুরিয়নে বৃষ্টিতে ধুয়ে গেল দ্বিতীয় দিনের খেলা