I League 2021-22: করোনার কারণে স্থগিত আই লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচ (ছবি-আই লিগ টুইটার)
কলকাতা: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। করোনার (COVID19) কারণে স্থগিত হল আই লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচ। আজ,বুধবার সকালেই, আই লিগের (I League) টুইটারে জানানো হয়েছিল, কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে স্বাভাবিকভাবেই বর্তমানে স্থগিত থাকছে ম্যাচ। তবে বিকেলে লিগ কমিটির (League Committee) জরুরি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আই লিগের আগামী ছয়টি ম্যাচ স্থগিত করা হচ্ছে।
আই লিগের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, লিগ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য ডক্টর হর্ষ মহাজন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়েছে। তাতে তিনি জানান, আগামী ৫-৭ দিন কোনও ভাবেই কোনও ফুটবলারের একে অপরের সংস্পর্শে আসা যাবে না। তিনি বলেন, করোনার ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ডঃ মহাজনের এই পরামর্শের ভিত্তিতে, ৩০ এবং ৩১ ডিসেম্বর হতে চলা আই লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আই লিগের তরফে প্রকাশিত ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আজ সকল ফুটবলার, স্টাফ এবং রেফারিদের করোনা পরীক্ষা করা হয়েছে। এবং ১ ও ৩ জানুয়ারিতে আবার পরীক্ষা হবে। ৪ জানুয়ারি সকলের করোনা পরীক্ষার ফল আসার পর, ফের বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করবে এআইএফএফ। তারপরেই লিগ স্থগিত রাখা হবে, নাকি ফের চালু করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
League Committee holds emergency meeting via video-conferencing
Read ? https://t.co/3XNmYLeC0K#HeroILeague pic.twitter.com/uD9xdcMo3e
— Hero I-League (@ILeagueOfficial) December 29, 2021
এর আগে আই লিগের তরফে আজ সকালে লেখা হয়েছিল, “কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। লিগ বিষয়টির উপর বিশেষ নজর রাখছে এবং ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। এ ছাড়া আজ বিকেলে লিগের কমিটির জরুরি সভাও ডাকা হয়েছে। শীঘ্রই আরও বিস্তারিত তথ্য আসছে।”
There have some positive cases reported among certain #HeroILeague teams. The League is keeping a close tab on it and have already spoken to the clubs. In addition, an emergency meeting of the League Committee has also been summoned in the afternoon. Further details soon. pic.twitter.com/QZwfRppxDm
— Hero I-League (@ILeagueOfficial) December 29, 2021
উল্লেখ্য ২৬ ডিসেম্বর, বক্সিং ডে টেস্টের দিন শুরু হয়েছে এ বারের আই লিগ। মোট ১৩টি দল এ বারের টুর্নামেন্টে অংশ নিয়েছে। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে, নারোকা এফসি, রিয়াল কাশ্মীর, মহমেডান এফসি এবং গোকুলম কেরালা।
আরও পড়ুন: IND vs SA 1st Test Day 4 Live: টার্গেট ৩০৫, সিরাজ ফেরালেন পিটারসেনকে, দ্বিতীয় উইকেট হারাল প্রোটিয়ারা
আরও পড়ুন: I League 2021-22: করোনার থাবা আই লিগে, আজই বৈঠক লিগ কমিটির