India vs South Africa: দল নির্বাচনে কোচ ও অধিনায়ককে কথা বলতে দিন, বলছেন শাস্ত্রী


নতুন জুটির ফোকাসে ২০২৩ বিশ্বকাপ। Pics Courtesy: Twitter

মুম্বই: চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের দল নির্বাচন হবে। এমনই ইঙ্গিত পাওয়া গেছে বিসিসিআই সূত্রে। আর তার আগেই আবার একটি ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বলছেন, দল নির্বাচনে কোচ ও অধিনায়কের কথা বল ও তাদের মতামত শোনা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ চোখে এই মন্তব্য সাদা মাটা মনে হলেও তলিয়ে দেখলে শাস্ত্রীর মন্তব্য আবার একটা বিতর্কে উস্কে দিচ্ছে। কারণ টি-২০ অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলি (Virat Kohli) একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন যে, বিশ্বকাপের দল নির্বাচনে তাঁর কথা শোনা হয়নি।

ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া একটা ইন্টারভিউয়ে শাস্ত্রী জানিয়েছেন, “আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। দল নির্বাচনে কোচ ও অধিনায়কের কথা বলাটা ভীষণ জরুরি। ফোনে নয়, বৈঠকে সবার সামনে। ষেখানে নির্বাচক, কনভেনার সবাই উপস্থিত। মুখোমুখি কথায় কোচ ও অধিনায়ক বুঝতে পারেন নির্বাচকরা কি চাইছেন। আর কোচ বোঝাতে পারেন দলের থেকে তিনি কি চান। আমার বা রাহুলের (Rahul Dravid) মত অভিজ্ঞ কোচের মন্তব্য করাটা ভীষণ জরুরি। একই সঙ্গে কথা বলতে হবে অধিনায়ককেও।

দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হচ্ছে একটা নতুন যুগ। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপকে ফোকাস কাজ শুরু করবে নতুন অধিনায়ক ও কোচের জুটি। ভারতীয় দলের কোচ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরেই প্রথম একদিনের দলের কোচিং করাবেন রাহুল। অন্যদিকে পাকাপাকি অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করবেন অধিনায়ক রোহিত (Rohit Sharma)। দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচনে যেমন অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, তেমনই তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স মাথায় রেখে তাদেরও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিয়ে আসতে হবে। তাই এই দল নির্বাচন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার কাছে হতে চলেছে চ্যালেঞ্জিং।

 

আরও পড়ুন : ভারতের মাটিতে ভারতকে হারিয়েই শান্ত হতে চান ওয়ার্নার

Leave a Reply