Published by: Sulaya Singha | Posted: December 30, 2021 8:06 pm| Updated: December 30, 2021 8:06 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর বক্সিং ডে-তে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এসেছিল জয়। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘরের দলকে ধরাশায়ী করে বক্সিং ডে স্মরণীয় করে রাখলন টিম ইন্ডিয়া। আর দুই টেস্টেই নেতার ভূমিকায় থেকে নজির গড়লেন বিরাট কোহলি। শুধু তাই নয়, প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে সেঞ্চুরিয়নে বিজয় ঝাণ্ডা ওড়ানোরও ইতিহাস গড়লেন কোহলি। তাঁর ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার মাঝেও এই সাফল্যই বা কম কী! তবে জয়ের কৃতিত্ব দলের বোলারদেরই বেশি করে দিচ্ছেন অধিনায়ক। মহম্মদ শামির ভূয়সি প্রশংসা শোনা গেল তাঁর গলায়।
সেঞ্চুরিয়নে ৯০ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার। এককথায়, প্রোটিয়া বাহিনীর কাছে এটি পয়া মাঠ। আর সেখানেই ১১৩ রানে রাজকীয় জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এলগারদের দ্বিতীয় ইনিংসে ওঠে পেস ঝড়। বুমরাহ-শামি-সিরাজদের দাপটে রীতিমতো বেসামাল হয়ে পড়েছিল প্রোটিয়া ব্যাটিং অর্ডার। আর তাই পেসারদের পারফরম্যান্সে বিশেষ করে শামির জন্য উচ্ছ্বসিত কোহলি। ম্যাচ জিতে ক্যাপ্টেন বলে দেন, “শামি বিশ্বমানের বোলার। আমার মতে ক্রিকেট দুনিয়ার সেরা দিন সিম বোলারদের তালিকায় থাকতে পারে শামি। ২০০টা উইকেটের মালিক হয়ে গিয়েছে। ওর জন্য দারুণ খুশি। অসাধারণ পারফর্ম করেছে।”
200 Test wickets ✅
100 dismissals as wicket-keeper ✅Special milestones call for a celebration ??#TeamIndia | #SAvIND | @MdShami11 | @RishabhPant17 pic.twitter.com/lj8CZHMaBs
— BCCI (@BCCI) December 30, 2021
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ