India vs South Africa: ‘বিশ্বের সেরা তিন বোলারের ও একজন’ সামির প্রশংসায় পঞ্চমুখ কোহলি


India vs South Africa: ‘বিশ্বের সেরা তিন বোলারের ও একজন’ সামির প্রশংসায় পঞ্চমুখ কোহলি (ছবি-টুইটার)

সেঞ্চুরিয়ন: দাপট দেখিয়ে সেঞ্চুরিয়ন টেস্ট জিতেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। গাব্বা দিয়ে বছর শুরু করে, তারপর মাঝে লর্ডস ও ওভাল, এ বার বছর শেষ হল সেঞ্চুরিয়নে টেস্টে জয় দিয়ে। সেঞ্চুরিয়নে ভারতীয় বোলাররা জ্বলে উঠল। দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সামি। প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে সামি পান ৫টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩টি উইকেট। প্রোটিয়াদের দেশে তাঁদের ওপর যেভাবে শাসন চালানেন বুমরা-সামিরা, স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে কোহলির মুখে শোনা গেল তাঁদের নিয়ে প্রশংসা।

প্রথম ইনিংসে কাগিসো রাবাডাকে ফিরিয়ে, টেস্ট ক্রিকেটে ২০০তম উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মহম্মদ সামি। কোহলির চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা ৩ সিমারের মধ্যে একজন ও। ওর শক্ত কব্জি, সিমের অবস্থান এবং ধারাবাহিকভাবে একই লেংথে বল করার ক্ষমতা রয়েছে। ওর ২০০ উইকেট পাওয়াটা অসাধারণ। ওর দাপুটে পারফরম্যান্সের জন্য আমরা খুব খুশি।” সামির প্রশংসা করার পাশাপাশি ম্যাচের শেষে কোহলি বলেন, “ছেলেরা যেভাবে বল করেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কঠিন পরিস্থিতিতেও কীভাবে আমরা ম্যাচ জিততে পারি।”

তবে শুধু ভারতীয় বোলারদের নয়, ব্যাটারদেরও প্রশংসা করেছেন ক্যাপ্টেন ভিকে। তিনি বলেন, “টসে জেতা, এবং বিদেশের মাঠে প্রথমে ব্যাটিং করা চ্যালেঞ্জের। দক্ষিণ আফ্রিকায় খেলা সব সময়ই কিন্তু মায়াঙ্ক এবং কেএল যে ভাবে শুরু করেছিল, তাতে ওরাও প্রশংসার যোগ্য। আমরা জানতাম যে, ৩০০-৩২০ রানের টার্গেট দিলে আমরা জিততে পারব।”

সেঞ্চুরিয়নে জেতার পর এ বার জোহানেসবার্গেও জয় চায় বিরাটরা। শেষ বার জো’বার্গে টেস্ট জিতেছিল ভারত। কোহলি এ ব্যাপারে বলেন, “আমরা যেভাবে নিখুঁত শুরুটা করতে চেয়েছিলাম, সেভাবেই করতে পেরেছি। চারদিনের মধ্যে ফল পেয়ে গিয়েছি আমরা, তাতে পরিস্কার যে আমরা কতটা ভালো খেলেছি। এ বার জোহানেসবার্গের দিকে তাকিয়ে রয়েছি আমরা। ওখানে খেলার জন্য বরাবরই আমরা মুখিয়ে থাকি।”

আরও পড়ুন: India Tour of South Africa: ‘কঠোর পরিশ্রম করেছি, তার ফল এখন পাচ্ছি’, বলছেন সেঞ্চুরিয়ন টেস্টে ম্যাচের সেরা কেএল রাহুল

আরও পড়ুন: Indian Cricket: গাব্বায় শুরু… সেঞ্চুরিয়নে শেষ, ২০২১-এ উজ্জ্বল ভারতীয় টেস্ট ক্রিকেট

আরও পড়ুন: India vs South Africa: সামি-বুমরার দাপটে সেঞ্চুরিয়ন দূর্গের পতন



Leave a Reply