সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুই আগেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। বছরের সেরা দল বাছতে গেলে সবার উপরের সারিতেই ভেসে উঠত তাঁর নাম। সেই বিরাট কোহলি (Virat Kohli) এখন সেরাদের তালিকা থেকে অনেক পিছিয়ে পড়েছেন। গত এক বছরে দেশের সেরা চার পারফর্মারের মধ্যেও নেই বিরাট। কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) যে বছরের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছেন, তাতে চারজন ভারতীয় থাকলেও, জায়গা হয়নি অধিনায়ক বিরাটের।
বিরাটকে বাদ দিয়েই চার ভারতীয়কে নিজেদের বাছাই করা সেরা একাদশে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁরা হলেন রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin), ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেল। টেস্টে ওপেনার হিসাবে উঠে আসার পর ২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোহিত। জানুয়ারি থেকে দুটি সেঞ্চুরি, চারটি হাফসেঞ্চুরি-সহ মোট ৯০৬ রান করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বেছে নেওয়া সেরা একাদশে উইকেটরক্ষক হিসাবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ (Rishav Pant)। এবছর দেশের বাইরে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেছেন পন্থ। সব মিলিয়ে চলতি বছর পন্থ ৭৪৮ রান করেছেন। উইকেটের পিছনে তাঁর শিকার ৩০টি ক্যাচ এবং ৬টি স্ট্যাম্পিং।
[আরও পড়ুন: ‘৭ বছর আগের ধোনিকে মনে পড়ছে’, ডি’কক অবসর ঘোষণা করতেই ট্রেন্ডিংয়ে ক্যাপ্টেন কুল!]
ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া সেরা টেস্ট একাদশে ঠাঁই পেয়েছেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চলতি বছর টেস্টে ৯ ম্যাচে ৫৪টি উইকেট সংগ্রহ করেছেন। ঘরের মাঠে অক্ষরও (Axar Patel) চলতি বছর দুর্দান্ত পারফর্ম করেছেন। মাত্র ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ২৭টি উইকেট।
[আরও পড়ুন: COVID-19: করোনা আতঙ্কে স্থগিত বিজয় মার্চেন্ট ট্রফি, ঘোষণা বোর্ডের]
ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট একাদশে ঠাঁই হয়েছে তিন পাকিস্তানি ক্রিকেটারের। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে। একনজরে দেখে নিন সেই একাদশ:
রোহিত শর্মা, দিমুথ করুণারত্নে, মার্নস লাবুশানে, জো রুট, ফাওয়াদ আলম, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, কাইল জেমিসন, অক্ষর প্যাটেল, হাসান আলি, সাহিন শাহ আফ্রিদি।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ