নিউ ইয়ার লেখা কেকের পাশে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন বিরাট-অনুষ্কা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কোহলিপত্নী। (ছবি-অনুষ্কা শর্মা ইন্সটাগ্রাম)
2/4
বিরাটের শেয়ার করা আর এক ছবিতে দেখা গিয়েছে, কোচ দ্রাবিড় থেকে ক্যাপ্টেন কোহলি সক্কলে মাটিতে বসে হাসিমুখে পোজ দিয়েছেন। ক্রিকেটাররা ছাড়াও সাপোর্ট স্টাফরাও মাতলেন বর্ষবরণের পার্টিতে।(ছবি-বিরাট কোহলি টুইটার)
3/4
টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় বায়ো বাবলে টিম হোটেলে রয়েছেন। সকলের হাসি মুখ দেখেই স্পষ্ট বর্ষবরণের পার্টি বেশ উপভোগ করলেন ক্রিকেটাররা।(ছবি-বিরাট কোহলি টুইটার)
4/4
স্ত্রী অনুষ্কার সঙ্গে এই মিস্টি ছবি পোস্ট করেছেন বিরাট। তাঁদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় তাঁদের এক মাত্র মেয়ে ভামিকাও রয়েছে। কিন্তু বরাবরের মতো তার কোনও ছবি শেয়ার করেননি ভিকে। (ছবি-বিরাট কোহলি টুইটার)