IND vs SA 2nd Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ৮৫/২, ক্রিজে রাহানে-পূজারা


The liveblog has ended.

  • 04 Jan 2022 21:03 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    দ্বিতীয় দিনের খেলা শেষ। ক্রিজে চেতেশ্বর পূজারা-অজিঙ্ক রাহানে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫। এই মুহূর্তে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত।

  • 04 Jan 2022 21:02 PM (IST)

    ২০ ওভারে ভারত ৮৫/২

    দ্বিতীয় দিনের খেলা শেষ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫। এই মুহূর্তে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত।

  • 04 Jan 2022 20:43 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৫৫/২

    ক্রিজে অজিঙ্ক রাহানে-চেতেশ্বর পূজারা। ১৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫৫।

  • 04 Jan 2022 20:28 PM (IST)

    মায়াঙ্কের উইকেট হারিয়ে ফেলল ভারত

    ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে এলবিডব্লিউ করলেন ডুয়ান অলিভিয়ের। ২৩ রান করে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক।

  • 04 Jan 2022 20:20 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩১/১

    দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা চলছে। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে ভারত।

  • 04 Jan 2022 20:05 PM (IST)

    ক্যাপ্টেন রাহুলের উইকেট হারাল ভারত

    img

    কেএল রাহুলের উইকেট হারিয়ে ফেলল ভারত। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন রাহুল

  • 04 Jan 2022 19:55 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৩/০

    দ্বিতীয় দিনই ব্যাট হাতে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার। ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে ভারত।

  • 04 Jan 2022 19:35 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 04 Jan 2022 19:25 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ

    ২২৯ রানে শেষ হল প্রোটিয়াদের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তেম্বা বাভুমা (৫১)। ৭টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি একটি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা। এই মুহূর্তে ভারতের থেকে ২৭ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 19:23 PM (IST)

    মার্কো জেনসেন আউট

    img

    শার্দূল ঠাকুরের ষষ্ঠ শিকার হলেন মার্কো জেনসেন। ২১ রান করে সাজঘরে ফিরলেন জেনসেন। ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 19:03 PM (IST)

    মহারাজ আউট

    img

    জশপ্রীত বুমরার বলে বোল্ড আউট হলেন কেশব মহারাজ।

  • 04 Jan 2022 18:58 PM (IST)

    ৭৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২১৫/৭

    তৃতীয় সেশনের খেলা চলছে। ৭৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ২১৫।

  • 04 Jan 2022 18:32 PM (IST)

    চা বিরতির পর খেলা শুরু

    তৃতীয় সেশনের খেলা শুরু। ক্রিজে মার্কো জেনসেন ও কেশব মহারাজ।

  • 04 Jan 2022 18:12 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১৯১। এই মুহূর্তে ১১ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 18:11 PM (IST)

    ৭০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯১/৭

    ক্রিজে মার্কো জেনসেন ও কেশব মহারাজ। ৭০ ওভারে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ১৯১

  • 04 Jan 2022 18:03 PM (IST)

    রাবাডা আউট

    img

    কাগিসো রাবাডার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতকে সপ্তম উইকেট এনে দিলেন মহম্মদ সামি

  • 04 Jan 2022 17:51 PM (IST)

    বাভুমা আউট

    img

    তেম্বা বাভুমার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। হাফসেঞ্চুরি করার পরই শার্দূল ঠাকুরের বলে আউট হলেন তিনি।

  • 04 Jan 2022 17:49 PM (IST)

    বাভুমার হাফসেঞ্চুরি

    দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন তেম্বা বাভুমা।

  • 04 Jan 2022 17:42 PM (IST)

    কাইল ভেরেইনের উইকেট হারাল প্রোটিয়ারা

    img

    ২১ রান করে সাজঘরে ফিরলেন কাইল ভেরেইন। শার্দূল ঠাকুরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন ভেরেইন।

  • 04 Jan 2022 17:24 PM (IST)

    ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৭/৪

    দ্বিতীয় সেশনে এখনও উইকেট পায়নি টিম ইন্ডিয়া। ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৪৭

  • 04 Jan 2022 17:01 PM (IST)

    ৫৫ ওভারে প্রোটিয়ারা ১৩৩/৪

    এই মুহূর্তে ৬৯ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 16:36 PM (IST)

    ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৯/৪

    দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১৯ রান

  • 04 Jan 2022 16:16 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০২/৪

    শুরু হল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। ৪৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ১০২

  • 04 Jan 2022 16:13 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। ক্রিজে তেম্বা বাভুমা ও কাইল ভেরেইন।

  • 04 Jan 2022 15:36 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ১০২। এই মুহূর্তে ১০০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 04 Jan 2022 15:32 PM (IST)

    দুসেন আউট

    img

    শার্দূল ফেরালেন রাসি ভ্যান দার দুসেনকে। ১৭ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন দুসেন।

  • 04 Jan 2022 15:24 PM (IST)

    পিটারসেন আউট

    img

    শার্দূল ঠাকুর ফেরালেন দুরন্ত ফর্মে থাকা কেগান পিটারসেনকে। তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৬২ রান করে সাজঘরে ফিরলেন পিটারসেন।

  • 04 Jan 2022 15:08 PM (IST)

    পিটারসেনের হাফসেঞ্চুরি

    টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করলেন কেগান পিটারসেন।

  • 04 Jan 2022 15:03 PM (IST)

    ডিন এলগার আউট

    img

    দ্বিতীয় দিনে প্রথম সাফল্য পেল ভারত। প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগারের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। ২৮ রান করে সাজঘরে ফিরলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

  • 04 Jan 2022 14:44 PM (IST)

    ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৪/১

    এলগার-পিটারসেন জুটিকে ভাঙতে পারছেন না সামি-বুমরারা। ৩৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ৭৪

  • 04 Jan 2022 14:27 PM (IST)

    ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৩/১

    উইকেটের খোঁজে ভারত। এলগার-পিটারসেন জুটিতে এগিয়ে চলেছে প্রোটিয়ারা

  • 04 Jan 2022 13:39 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৮/১

    দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৩৮।

  • 04 Jan 2022 13:30 PM (IST)

    জো’বার্গে দ্বিতীয় দিনের খেলা শুরু

    দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হল।

  • 04 Jan 2022 12:50 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরুর অপেক্ষা

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।



  • Leave a Reply