Legends Cricket League: প্রাক্তনদের লিগে ইন্ডিয়া মহারাজে খেলবেন বীরু-যুবি-ভাজ্জি


Legends Cricket League: প্রাক্তনদের লিগে ইন্ডিয়া মহারাজে খেলবেন বীরু-যুবি-ভাজ্জি (ছবি-টুইটার)

নয়াদিল্লি: লেজেন্ড ক্রিকেট লিগে (Legends Cricket League) প্রাক্তন ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। যাঁরা এক সময় বাইশ গজ কাঁপাতেন, তাঁদেরই দেখা যাবে ফের এক্কেবারে চেনা মেজাজে। ২০ জানুয়ারি থেকে ওমানে বসতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের আসর। এই লিগে খেলবে তিনটি দল। ভারত (India), এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশ। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম — সকলেই খেলবেন এই লিগে। জানা গিয়েছে, ইন্ডিয়া মহারাজা India Maharaja) দলে খেলতে চলেছেন ভারতের তিন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag), হরভজন সিং এবং যুবরাজ সিং।

বীরু-যুবি-ভাজ্জি ছাড়াও ইন্ডিয়া মহারাজা দলে রয়েছেন— ইরফান পাঠান, ইউসুফ পাঠান, আরপি সিং, বদ্রিনাথ, প্রজ্ঞান ওঝা, মনপ্রীত গনি, নয়ন মোঙ্গিয়া, সঞ্জয় বাঙ্গার, হেমাঙ্গ বাদানি, বেনুগোপাল রাও, মুনাফ প্যাটেল এবং অমিত ভান্ডারি। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ ও প্রাক্তনদের লিগের কমিশনার রবি শাস্ত্রী এক বিবৃতিতে বলেন, “সত্যিকারের রাজাদের মতো, তারা আসবে, তারা দেখবে এবং তারা জয় করবে। ভারতের ক্রিকেট মহারাজারা এশিয়া এবং বাকি বিশ্বের অন্য দুটি শীর্ষ দলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে একসঙ্গে তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “সেওয়াগ, যুবরাজ, ভাজ্জি যখন আফ্রিদি, মুরলি, চামিন্দা, শোয়েবের বিপক্ষে খেলবে তখন এটি সমস্ত প্রতিযোগিতার থেকে বড় হবে। এই ক্রিকেট লিগটা ভক্তদের জন্য অতীতের একটা বিস্ফোরণ হবে বলেই মনে হচ্ছে।”

এলএলসি এর অপর টিম এশিয়া দলের নাম হল এশিয়া লায়ন্স (Asia Lions)। সেখানে রয়েছেন পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটাররা। এশিয়া লায়ন্সে রয়েছেন — শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, সনৎ জয়সূর্য, মুথাইয়া মুরলিথরন, কামরান আকমল, চামিন্ডা ব্যাস, রমেশ কালুভিথারানা, তিলকরত্নে দিলসান, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবা উল হক, রবিউল হক, মহম্মদ হাফিস, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ এবং উমর গুল। অবসর নেওয়া ক্রিকেটারদের পেশাদার লিগ দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরাও।

আরও পড়ুন: IND vs SA 2nd Test Day 2 Live: দুসেনকে ফেরালেন শার্দূল, চতুর্থ উইকেট হারাল প্রোটিয়ারা

Leave a Reply