বল লাগল ব্যাটর মাঝে। তারপরও রিভিউ করার সিদ্ধান্ত! Pics Courtesy: Twitter
ক্রাইস্টচার্চ: টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট ম্যাচ। চতুর্থ দিনের শেষে বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বিশ্বে খবরের শিরোনামে। প্রথমত টেস্টের বিশ্বসেরা কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের জন্য। প্রথম টেস্ট জয়ের খুব কাছে দাঁড়িয়ে তাঁরা। দ্বিতীয় কারণ তাদের অবাক করা একটা রিভিউয়ের (DRS) সিদ্ধান্ত। ম্যাচে তখন ২ উইকেট হারিয়ে ৯০ রান বোর্ডে তুলেছে কিউয়িরা। ব্যাটিং করছিলেন রস টেলর (Ross Taylor)। তাস্কিন আহমেদের বলে জোরালো এলবিডব্লিউয়ের আবেদেন। আম্পায়ার নাকচ করলেন। সহজ সিদ্ধান্ত। কারণ বল প্যাডের ধারে কাছেও নেই। বোলার তাস্কিন (Taskin Ahmed) অধিনায়ককে রিভিউ নিতে বললেন। অধিনায়ক মমিনুলও রাজি। থার্ড আম্পায়ার মাত্র একবার রিপ্লে দেখেই রিভিউ খারিজ করে দিলেন।
This could be the worst review in the history of cricket. #NZvBAN #Cricket pic.twitter.com/DBBzDexiIl
— Eddie Summerfield (@eddiesummers) January 4, 2022
এই সিদ্ধান্তটাই হাসির খোরাক করে তুলেছে বাংলাদেশ ক্রিকেটকে। বল যেখানে পরিষ্কার ভাবে ব্যাট লাগছে, তখন কি ভাবে রিভিউ করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা? অবাক বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সমর্থকরাও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠেই টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করার পথে বাংলাদেশ। কিন্তু এই একটা রিভিউয়ের সিদ্ধান্ত কি ধাক্কা দিতে পারে টাইগারদের? সেটাই প্রশ্ন ক্রিকেটমহলের।
That’s gotta be one of the worst reviews ever.
Especially with only one left to burn, yikes. #NZvBAN pic.twitter.com/WQN4IddBfK
— Lachlan McKirdy (@LMcKirdy7) January 4, 2022
রস টেলরকে আউট করতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ ঐতিহাসিক জয়ের পথে একমাত্র বাধা হয়ে উঠতে পারেন টেস্ট কেরিয়ারের শেষ সিরিজ খেলতে নামা রস টেলর। চতুর্থ দিনের শেষে ১০১ বল খেলে ৩৭ রানে অপরাজিত টেলর। সঙ্গে আছেন অলরাউন্ডার রচিন রবীন্দ্র। ভারতের বিরুদ্ধে ম্যাচ বাঁচিয়েছিলেন রচিন। তাই পঞ্চম দিন সকালে রস টেলর ও রচিনের উইকেট চাই মমিনুল হকদের। চতুর্থ দিন চার উইকেট নিয়ে বাংলাদেশ বোলিংয়ের নায়ক ইবাদত হোসেন। শেষ সেশনে তিনটি উইকেট তুলে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
আরও পড়ুন : India vs South Africa: ‘এখনও ম্যাচটা দখলে নিতে পারি’, বলছেন অশ্বিন