এক ফ্রেমে ইয়ং দ্রাবিড়-ছোট্ট কোহলি, নেটদুনিয়ায় ভাইরাল ছবি


এক ফ্রেমে ইয়ং দ্রাবিড়-ছোট্ট কোহলি, নেটদুনিয়ায় ভাইরাল ছবি (ছবি-টুইটার)

জোহানেসবার্গ: ভারতীয় ক্রিকেটে কোচ দ্রাবিড় ও ক্যাপ্টন কোহলি জুটির শুভ যাত্রা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় (South Africa) রয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রোটিয়াদের দেশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। এই আবহে নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে দ্রাবিড়-কোহলির পুরনো দিনের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে ইয়ং রাহুল দ্রাবিড় তখন ভারতীয় দলের ক্রিকেটার। পাশে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট কোহলি। গায়ের জার্সিতে লেখা লোগোতে দেখা যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ফ্রেমে ইয়ং দ্রাবিড়-ছোট কোহলির সেই ছবি।

পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভিকে। জো’বার্গে ৯৯তম টেস্ট খেলার কথা ছিল কোহলির। সিরিজের তৃতীয় টেস্ট হবে কেপ টাউনে, সেখানে কেরিয়ারের শততম টেস্ট খেলার কথা ছিল ভিকের। কিন্তু পুরনো চোট আবার মাথাচাড়া দেওয়ার কারণে, সিরিজের শেষ টেস্টেও তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে।

দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রেকর্ড জয় দিয়ে দ্রাবিড়-কোহলি জুটি যাত্রা শুরু করেছে। এই গুরু-শিষ্য জুটির বিদেশের মাটিতে এটাই প্রথম পরীক্ষা। নেলসন ম্যান্ডেলার দেশে গত ২৯ বছরে একটা টেস্ট সিরিজও জিততে পারেনি ভারত। এ বার টিম ইন্ডিয়ার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে সিরিজ জিতে দেশে ফেরার। জো’বার্গে দ্বিতীয় টেস্ট মুঠোয় ভরে নিলেই সিরিজ হবে টিম ইন্ডিয়ার নামে।

আরও পড়ুন: India vs South Africa: টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যানেজার হয়ে উঠছেন শার্দূল



Leave a Reply