ISL 2021-22: আইএসএলে ১৩ সেকেন্ডে দ্রুততম গোলের রেকর্ড উইলিয়ামসের


ISL 2021-22: আইএসএলে ১৩ সেকেন্ডে দ্রুততম গোলের রেকর্ড উইলিয়ামসের

কলকাতা: চোখের পলক পড়তে না পড়তে ১-০! কিক অফ হওয়ার পরই! হুগো বোমাসের বাড়ানো থ্রুটা থেকে গোলার মতো শটে করা ডেভিড উইলিয়ামসের (David Williams) গোলটা রীতিমতো ইতিহাস তৈরি করে ফেলল। ১৩ সেকেন্ডে গোল করলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। আইএসএলে (ISL) যা দ্রুততম। এর আগে ২০১৮ সালে জামশেদপুর এফসির হয়ে জেরি মাউইমিংথাঙ্গা ২৩ সেকেন্ডে গোল করেছিলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে দিলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিদেশি ফুটবলার। এবং এই মরসুমে এটাই উইলিয়ামসের প্রথম গোল।

উইলিয়ামসের করা এই গোল অবশ্য ভারতীয় ফুটবলের দ্রুততম নয়। সেই রেকর্ড রয়েছে তাজিকিস্তানের ফুটবলার কোমরন তুনশনভের। ২০২১ সালে আই লিগে ট্রাউয়ের হয়ে কোমরন ৯ সেকেন্ডে গোল করেছিলেন। প্রতিপক্ষ ছিল চার্চিল ব্রাদার্স। ভেঙেছিলেন ১৩ সেকেন্ডে করা কাতসুমি ইউসার দ্রুততম গোলের রেকর্ড। সে দিক থেকে দেখলে কাতসুমির সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ড করে ফেললেন ডেভিড উইলিয়ামস। এতদিন দ্রুততম গোলের খোঁজ শুরু হলেই ১৯৭৬ সালের কলকাতা ডার্বির প্রসঙ্গ উঠত। কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর। দীর্ঘদিন ওটাই ছিল ভারতীয় ফুটবলে দ্রুততম গোল।

আইএসএলের ৯ নম্বর ম্যাচ খেলতে নেমেছে সবুজ-মেরুন। পর পর চার ম্যাচ জিততে না পারার কারণে পদত্যাগ করেছিলেন আন্তোনিও হাবাস। তাঁর বদলে এফসি গোয়া থেকে এসেছেন হুয়ান ফেরান্দো। তিনি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাল্টে গিয়েছে টিম। জয়ে ফিরেছে তো বটেই, ছন্দেও দেখা যাচ্ছে টিমকে। এই ম্যাচে শুরু থেকে খেলানো হয় ডেভিডকে। আইএসএলে গত মরসুম থেকেই পরিবর্ত ফুটবলার হিসেবেই বেশি খেলছেন তিনি। কিন্তু এই ম্যাচে নেমে প্রথম একাদশে জায়গা পেয়েই চমকে দিয়েছেন উইলিয়ামস। দূরপাল্লার আচমকা শটে করা তাঁর গোলটা যেমন ইতিহাস তৈরি করল, তেমনই মন ভরিয়ে দিল সবুজ-মেরুন সমর্থকদের।

আরও পড়ুন: ISL 2021-22: আজ জিতলেই লিগ শীর্ষে এটিকে মোহনবাগান



Leave a Reply