অনুশীলনে এটিকে মোহনবাগান।
ছবি: টুইটার
ফাতোরদা: হুয়ান ফেরান্দো (Juan Ferrando) দায়িত্ব নেওয়ার পরই পাল্টে গিয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) শরীরী ভাষা। হাবাসের কোচিংয়ে যে দল টানা ৪ ম্যাচে জয় পায়নি, ফেরান্দো দায়িত্ব নেওয়ার পরই জয়ের হ্যাটট্রিকের সামনে এটিকে মোহনবাগান। আজ সন্ধেয় ফাতোরদায় সবুজ-মেরুনের সামনে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। জিতলেই শীর্ষে পৌঁছে যাবেন রয় কৃষ্ণারা (Roy Krishna)।
মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছে সবুজ-মেরুন শিবির। ফেরান্দোর এটিকে মোহনবাগান দেখিয়ে দিয়েছে, আক্রমণই এই দলের প্রধান হাতিয়ার। স্প্যানিশ কোচের মুখেও বারবার শোনা যায় আক্রমণাত্মক স্ট্র্যাটেজির কথা। প্রেসিং ফুটবলকে হাতিয়ার করে হায়দরাবাদের বিরুদ্ধেও ৩পয়েন্ট তুলতে চান ফেরান্দো। রক্ষণে ভুলভ্রান্তি দেখা দিলেও ফেরান্দো বলেন, ‘দিনের শেষে ৩ পয়েন্টই আমার কাছে সব। সমর্থকরা চাইবেই যাতে তাদের দল সব ম্যাচে দাপুটে ফুটবল খেলে ৩ পয়েন্ট অর্জন করুক। কিন্তু দিনের শেষে এটাই ফুটবল। আক্রমণাত্মক মনোভাব দেখিয়েই আমার দল মাঠে নামে। তাই জয়ই শেষ কথা। একই সঙ্গে আমরা রক্ষণের দিকেও নজর রাখছি।’
জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও নিজের লক্ষ্যে সচেষ্ট হুয়ান ফেরান্দো। প্রথম এগারোয় জনি কাউকোর বদলে কার্ল ম্যাকহিউকে শুরু থেকে খেলাচ্ছেন বাগান কোচ। ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলা জনি কাউকো শুরু থেকে দলে না থাকলেও, তাঁর প্রশংসা শোনা গেল ফেরান্দোর মুখে। তিনি বলেন, ‘অসাধারণ এক জন ফুটবলার। ওকে যত দেখছি, মুগ্ধ হচ্ছি। ও জানে ওকে কখন কি করতে হবে। প্রথম এগারোয় না থাকলেও ওর খেলায় কোনও প্রভাব পড়ে না। মাঠে যখনই নামে তখনই নিজের ১০০ শতাংশ দেয়।’
2022 mood: work hard, play harder ?⚽️#ATKMohunBagan #JoyMohunBagan #AnraSobujMaroon #HeroISL pic.twitter.com/vaIaFgkLmw
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 4, 2022
গত ম্যাচে শুভাশিস বসু চোট পেয়ে প্রথমার্ধেই উঠে যান। হায়দরাবাদ ম্যাচেও তিনি অনিশ্চিত। বিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন ফেরান্দো। গত ম্যাচেই ওড়িশাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছেন ওগবেচেরা। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে হায়দরাবাদ এফসি। বিপক্ষের ওগবেচে, এডু গার্সিয়াকে যথেষ্ট সমীহ করছেন ফেরান্দো। রক্ষণে হুয়ানান, চিংলেনসানার মতো শক্তিশালী ফুটবলাররা থাকায় রয় কৃষ্ণা, লিস্টন কোলাসোদের কাজটাও কঠিন হতে পারে। মনবীর শেষ কয়েকটা ম্যাচে গোল পাননি। ফেরান্দো বলেন, ‘ও ভালোই পারফর্ম করছে। কিন্তু ওকে বুঝতে হবে কখন আক্রমণে যাওয়া উচিত। বুদ্ধিমান ফুটবলার। নিজের ভুল ঠিক বুঝতে পারবে।’