Lionel Messi: ‘আমার জন্য আক্রান্ত নন মেসি’, দাবি সেই ডিজের


মেসি ও ডিজে প্যালাসিও।
ছবি: টুইটার

প্যারিস: তিন দিন আগেই করোনা সংক্রমিত হয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন সুপারস্টার কোভিড পজিটিভ হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মেসির আরোগ্য কামনা করে প্রার্থনা ভক্তদের। মেসি কোভিড পজিটিভ হওয়ার পরই একাংশ ভক্তদের নিশানায় আর্জেন্টিনার এক ডিস্ক জকি (Disc Jockey)।

 

আর্জেন্টিনার রোসারিওতে বড়দিনের ছুটি কাটাতে যান লিওনেল মেসি (Lionel Messi)। তখনই বর্ষবরণের রাতে একটা পার্টিতে যান সস্ত্রীক মেসি। সেখানে তাঁদের আমন্ত্রণ জানান ডিজে ফের প্যালাসিও। সাত বারের ব্যালন ডি’ওর জয়ী লিওনেল মেসি এরপরই কোভিডে সংক্রমিত হন। গত রবিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ভক্তদের মধ্যে শুরু হয় উদ্বেগ।

 

 

 

মেসির সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ডিজে প্যালাসিও। এরপরই আর্জেন্টাইন ডিজেকে কটূক্তি করে অনেকে। ফোনে, মেসেজে খুনের হুমকিও দেওয়া হয় প্যালাসিওকে। বিভিন্ন ভাবে অপমান করতে থাকে নেটিজেনরা। অভিযোগ, প্যালাসিওর সংস্পর্শে এসেই কোভিড পজিটিভ হন লিওনেল মেসি। চূড়ান্ত অপমানিত হলেও দিন তিনেক মুখে কুলুপ এঁটেছিলেন আর্জেন্টিনার সেই ডিজে। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ। একটা শোয়ের জন্য উরুগুয়ে যাওয়ার কথা তাঁর। তখনই কোভিড পরীক্ষা করেন প্যালাসিও।

 

আরও পড়ুন: India vs South Africa: টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যানেজার হয়ে উঠছেন শার্দূল



Leave a Reply