অস্ট্রেলিয়ার পথে বিশ্বের এক নম্বর তারকা। Pics Courtesy: Twitter
মেলবোর্ন: আর কোনও সংশয় নেই। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে দেখা যাবে নোভাক জকোভিচকে (Novak Djokovic)। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। জোকারের মেলবোর্ন পার্কে নামার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। রজার ফেডেরার (Roger Federer) ও রাফায়েল নাদাল (Rafael Nadal) ২০টা গ্র্যান্ড স্লাম (grand slam) জিতেছেন। জোকারও দাঁড়িয়ে আছেন ওই সংখ্যাতেই। এ বার সেই রেকর্ড ভেঙে দিতে পারেন সার্বিয়ান টেনিস তারকা।
Happy New Year! Wishing you all health, love & joy in every moment & may you feel love & respect towards all beings on this wonderful planet.
I’ve spent fantastic quality time with loved ones over break & today I’m heading Down Under with an exemption permission. Let’s go 2022! pic.twitter.com/e688iSO2d4
— Novak Djokovic (@DjokerNole) January 4, 2022
নোভাককে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছিল। আয়োজকদের তরফে বলে দেওয়া হয়েছিল, কোভিডের প্রতিষেধক কোন প্লেয়াররা নিয়েছেন, তা স্পষ্ট করে জানাতে হবে। তবেই খেলতে দেওয়া হবে অস্ট্রেলিয়ান ওপেনে। সেই মর্মে সবাই ভ্যাকসিন নিয়ে নিজেদের তথ্য জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক কমিটিকে। ব্যতিক্রম ছিলেন জোকার। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, প্রতিষেধক নিয়েছেন কিনা, তা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। এ নিয়ে তিনি কিছুই বলবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিষেধক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার পর তাঁর অস্ট্রেলিয়ান ওপেন খেলা নিয়ে আর কোনও জটিলতা রইল না।
আয়োজকদের তরফে অবশ্য তাতেও ভেজানো যাচ্ছিল না। উল্টে শেষ বিবৃতিতেও তাদের শীর্ষ কর্তা দাবি তুলেছিলেন, সেরা টেনিস প্লেয়ারদের মেলবোর্ন পার্কে খেলতে দেখতে চান। কিন্তু তা অবশ্যই হতে হবে নিয়ম মেনে। জোকার কিন্তু আয়োজকদের দাবি অনুযায়ী প্রতিষেধক নিয়ে নিলেন।
ইন্সটাগ্রাম পোস্টে জোকার লিখেছেন, ‘সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই পৃথিবীর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার পরিবারের সঙ্গে ক’টা ছুটির দিন কাটালাম। খুব মজা করেছি। এ বার আবার ফিরতে হবে। লেটস গো ২০২২!’
আরও পড়ুন : Naomi Osaka: চার মাস পর কোর্টে ফিরে জয় পেলেন ওসাকা