রনজির চূড়ান্ত ভাগ্য ঠিক আগামী পনেরো দিনে


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: রনজি ট্রফি (Ranji Trophy) কী হবে এ বছর শেষ পর্যন্ত? নাকি গত বছরের মতো এবারও বাতিল করে দিতে হবে দেশের এক নম্বর ঘরোয়া টুর্নামেন্ট?

দেশজুড়ে করোনার উর্ধ্বমুখী সংক্রমণে গতকালই অনির্দিষ্টকালের জন্য রনজি স্থগিত করে দিয়েছে বোর্ড (BCCI)। তবে তার চব্বিশ ঘণ্টার মধ্যে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাকে আশ্বস্ত করে একটা ই মেল পাঠিয়েছেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যেখানে তিনি লিখেছেন যে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বোর্ড সর্বাত্মক চেষ্টা করবে ঘরোয়া ক্রিকেট শুরু করার। খুব দ্রুতই পরিবর্তিত প্ল্যান নিয়ে আসবে বোর্ড।

[আরও পড়ুন:  আইএসএলের দ্রুততম গোল উইলিয়ামসের, হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র এটিকে মোহনবাগানের]

শোনা যাচ্ছে, আগামী পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে রনজির চূড়ান্ত ভাগ্য। সবই নির্ভর করবে দেশের করোনা গ্রাফের উপর। যদি দেখা যায়, করোনায় দৈনন্দিন আক্রান্তের সংখ্যা কমছে, তা হলে রনজি করার একটা চেষ্টা হবে। নইলে এবারও রনজি আয়োজন করা কঠিন হয়ে যাবে।

বোর্ডমহল থেকে বলা হল, রনজি স্থগিত করার আগে ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আধিকারিকদের একপ্রস্থ কথাবার্তা হয়েছে। বোর্ড কর্তারা একটা নাকি আভাস পেয়েছেন যে, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। মুশকিল হল, একে তো সেটা নিছকই আন্দাজ মাত্র। কোনও নিশ্চয়তা নেই। আর সংক্রমণ কমে এলেও যে দারুণ সমারোহে টুর্নামেন্ট শুরু করে দেওয়া যাবে, এমনও নয়।

বলা হচ্ছে, কাটছাঁট না করে পুরো প্ল্যানমাফিক রনজি করতে হলে সত্তর দিনের উইন্ডো লাগবে। যা পাওয়া সহজ হবে না। কারণ—— এপ্রিল মাস থেকে আইপিএল শুরু হওয়ার কথা। এবার আটের বদলে দশটা টিম নিয়ে হবে আইপিএল। টুর্নামেন্ট চলবে দু’মাসের উপর ধরে। পাওয়া যাবে কী করে সত্তর দিনের উইন্ডো?
কেউ কেউ বলছিলেন, রনজিকে সেক্ষেত্রে দু’ভাগে ভেঙে দেওয়া যেতে পারে।

ফেব্রুয়ারির মাঝামাঝি যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সত্যিই আসে, মাস দেড়েকের মধ্যে যদি নকআউট পর্ব পর্যন্ত যদি করিয়ে দেওয়া যায়, তা হলে আইপিএল শেষে নকআউট পর্বটা করানো যেতে পারে। তবে সবই দাঁড়িয়ে নানাবিধ ‘যদি’ বা ‘কিন্তু’—র উপর। সবার আগে দেখতে হবে, আগামী পনেরো দিনে দেশের কোভিড চিত্র কেমন থাকে? গ্রাফ নিম্নগামী হলে তখনই একমাত্র ভাবা যেতে পারে রনজি নিয়ে।. তত দিন পর্যন্ত হাত গুটিয়ে থাকা ছাড়া কোনও গতি নেই।

[আরও পড়ুন: ISL: মাথায় গুরুতর চোট এটিকে মোহনবাগানের তারকা ম্যাকহিউয়ের, অ্যাম্বুল্যান্সে ছাড়লেন মাঠ]

 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply