ATK Mohun Bagan: সবুজ-মেরুনে ফিরলেন সন্দেশ


সন্দেশ ঝিঙ্গান।
ছবি: টুইটার

কলকাতা: সন্দেশ ফিরলেন বাগানে। ক্রোয়েশিয়ার ক্লাব সিবেনিক থেকে পুরনো ক্লাব এটিকে মোহনবাগানেই (ATK Mohun Bagan) ফিরলেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। আইএসএলের (ISL) বাকি ম্যাচ সবুজ-মেরুন জার্সিতেই খেলবেন এই ডিফেন্ডার।

 

গত আগস্টে এটিকে মোহনবাগান ছেড়ে ক্রোয়েশিয়ার (Croatia) ক্লাব সিবেনিকে (HNK Sibenik) যোগ দেন সন্দেশ ঝিঙ্গান। বাগানের হয়ে এএফসি কাপের (AFC Cup) ম্যাচও খেলতে পারেননি তিনি। তবে ক্রোয়েশিয়ার টপ ডিভিশন ক্লাবে যোগ দিলেও, একটা ম্যাচও খেলা হয়নি সন্দেশের। দ্বিতীয় দিন অনুশীলনে নেমেই চোট পান সন্দেশ। জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডারের আর ক্রোয়েশিয়ার ক্লাবের হয়ে খেলা হয়নি।

 

 

 

ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের টিম হোটেলে যোগ দিয়েছেন সন্দেশ। আপাতত ৭ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে তাঁকে। তারপরই অনুশীলনে নামবেন সন্দেশ ঝিঙ্গান। অভিজ্ঞ ডিফেন্ডার দলে ফেরায় বাগানের রক্ষণ অনেকটাই শক্তিশালী হল। এ বারের আইএসএলে বেশ কয়েকটা ম্যাচে রক্ষণের ভুলে গোল হজম করতে হয়েছে এটিকে মোহনবাগানে। সন্দেশ ফেরায় ফেরান্দোর দুশ্চিন্তা যে অনেকটাই কমল তা বলার অপেক্ষা রাখে না।

 

আরও পড়ুন: India vs South Africa: ‘আমরা জানি, আমরা যোগ্য প্লেয়ার’, বলছেন পূজারা



Leave a Reply