করোনার ধাক্কা বোর্ডের অন্দরে, বন্ধ এমসিএ অফিস
মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে এ বার ঢুকে পড়ল করোনাভাইরাস। জানা গিয়েছে, বিসিসিআইয়ের (BCCI) মুম্বইয়ের সদর দফতরে তিনজন কর্মচারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পাশাপাশি, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) ১৫ জন কর্মচারীও করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে এমসিএর (MCA) অফিস আগামী তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এমসিএর বহু কর্মী সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “হ্যাঁ মুম্বইতে করোনায় সংক্রমিতের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে আমাদের অফিসের ৯০ শতাংশ কর্মচারীরা বাড়ি থেকে কাজ করছে এবং ন্যূনতম কর্মী বোর্ডের অফিস থেকে কাজ করছেন। অফিস খোলা রয়েছে। আমরা এখনও অফিস বন্ধ করিনি।” পাশাপাশি এমসির এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, কর্মীদের মধ্যে করোনা পজিটিভের খবর পাওয়া গিয়েছে। যার জন্য আজ থেকে তিন দিন অফিস বন্ধ থাকবে।
করোনার তৃতীয় তরঙ্গে মুম্বইতে একদিনে ২০ হাজারেরও বেশি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ওমিক্রনের বাড়বাড়ন্তে স্থগিত দেশের ঘরোয়া ক্রিকেট। রঞ্জি ট্রফি তো বটেই, সিকে নাইডু, মেয়েদের সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্টও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। করোনা বাড়তে শুরু করায় প্রভাব পড়তে শুরু করেছে খেলার উপরেও। একের পর এক টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে। কলকাতায় শুরু হওয়া আই লিগ দেড় মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। আইএসএলেও এর প্রভাব পড়তে পারে, এমনই আশঙ্কা করছেন অনেকে। বিভিন্ন রাজ্যে হওয়া ছোটখাটো নানা টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। বোর্ডও সেই কারণে ঝুঁকি নিতে চাইল না।
আরও পড়ুন: শ্রেয়স-হনুমাদের নিয়মিত সুযোগ পেতে হলে অপেক্ষা করতে হবে, বলছেন দ্রাবিড়
আরও পড়ুন: ICC: জেনে নিন টি-টোয়েন্টি ক্রিকেটে কোন কোন নিয়মে বদল আনল আইসিসি
আরও পড়ুন: India vs South Africa: বিশ্বাসের মর্যাদা রেখেছে পূজারা-রাহানে, বলছেন সুনীল গাভাসকর