Novak Djokovic: জোকার রাজনীতির শিকার, বলছেন বাবা-মা


Novak Djokovic: জোকার রাজনীতির শিকার, বলছেন বাবা-মা (ছবি-টুইটার)

বেলগ্রেদ: রাজনীতির শিকার হলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। আর কেউ নন, এমনই দাবি করছেন জোকারের বাবা সর্জন জকোভিচ। করোনা ভাইরাস নেওয়া না থাকলে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি দেওয়া হয় না। ডাক্তারদের দুটো মেডিক্যাল বোর্ডের অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার। কিন্তু ভ্যাকসিন সংক্রান্ত সঠিক তথ্য দিতে না পারায় অস্ট্রেলিয়া সীমান্ত রক্ষী ভিসা বাতিল করে দিয়েছে তাঁর। যা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।

ছেলের এই ঘটনার পর জোকারের বাবার পরিষ্কার মন্তব্য, ‘ওরা কার্যত বন্দি করে রেখেছে নোভাককে। ওকে অবরুদ্ধ রাখার পাশাপাশি পুরো সার্বিয়া এবং সার্বিয়ানদেরও আটক করেছে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন কিন্তু জোকার ইস্যুতে ‘নিয়ম’এর প্রসঙ্গ তুলে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু হয়ে গিয়েছে জোকারের ভিসা বাতিলের প্রসঙ্গ। নোভাকের বাবা বলেছেন, ‘মরিসন যে ভাবে আক্রমণ করেছেন নোভাককে, তাতে সার্বিয়ার সম্মানহানী হয়েছে। সার্বিয়া মতো একটা গর্বিত দেশের প্রতিনিধিত্ব করে ও। যা ঘটেছে, তার সঙ্গে খেলার কোনও সম্পর্ক নেই। এটা একটা রাজনৈতিক ইস্যু। নোভাক বিশ্বের সেরা প্লেয়ার। এটা কিছুতেই পশ্চিমি দেশগুলো হজম করতে পারে না।’

শুধু বাবা নন, নোভাকের মাও তীব্র প্রতিবাদ করেছেন পুরো ঘটনার। ডায়ানা বলেছেন, ‘ওরা নোভাকের ডানা ছাঁটতে চাইছে। কিন্তু আমরা জানি, এই সব সময় ও মানসিক ভাবে কতটা কঠিন থাকে। আমরা খুব ভালো করে জানি, ও ফিরে আসবেই। প্রবল ভাবে।’

আরও পড়ুন: Novak Djokovic: জকোভিচের ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন ১০ জানুয়ারি অবধি স্থগিত

আরও পড়ুন: Rafael Nadal on Novak Djokovic: ঘুরিয়ে জোকারের সমালোচনায় নাদাল

আরও পড়ুন: Australian Open 2022: জোকারের ভিসা বাতিল অস্ট্রেলিয়ার, আসরে সার্বিয়া সরকার

Leave a Reply