রাফায়েল নাদাল।
ছবি: টুইটার
মেলবোর্ন: গত বছর আগস্টের পর আর খেলতে পারেননি তিনি। গোড়ালির চোট সারিয়ে কোর্টে ফিরেই ট্রফি জিতলেন রাফায়েল নাদাল। মেলবোর্নের সামার-সেট ট্রফির ফাইনালে হারালেন আমেরিকার ম্যাক্সিম ক্রেসিকে। সব মিলিয়ে এটা তাঁর ৮৯তম এটিপি ট্যুর খেতাব। অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে নাদাল যে ছন্দে আছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, অনেক দিন পর গ্র্যান্ড স্লাম খেলতে দেখা যাবে তাঁকে। তার আগে ভক্তরা নাদালের ফর্মে দেখে খুশি।
ম্যাক্সিমের বিরুদ্ধে প্রথম সেটটা একটু কঠিন ছিল নাদালের। ৭-৬(৬) জেতেন। আমেরিকান টেনিস প্লেয়ার আগ্রাসী খেলার চেষ্টা করেছিলেন। প্রতিপক্ষের হাই-ফ্লাইং সার্ভ-অ্যান্ড-ভলিতে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরে এসেছিলেন স্প্যানিশ তারকা। ৩৫ বছরের নাদাল টাইব্রেকারে প্রথম সেটটা জেতেন এক ঘণ্টা ৪৪ মিনিটে। পরের সেটে অবশ্য দাঁড়াতে দেননি ম্যাক্সিমকে।
Very happy to be back playing after all this months… and winning ?
?@AustralianOpen #AustralianOpen #Melbourne pic.twitter.com/EEul5FfJhE— Rafa Nadal (@RafaelNadal) January 9, 2022
খেতাব জেতার পর নাদাল বলেছেন, ‘যে রড লেভার কোর্টে ফাইনালটা খেললাম, সেটা আমার কাছে ভীষণ স্পেশাল। শুধু আমার কেন, রড লেভার এরিনা সবার কাছেই স্পেশাল। সমর্থকদের কারণেই এই কোর্ট এমন স্পেশাল হয়ে উঠেছে।’
কেরিয়ারে ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। রজার ফেডেরার ও নোভাক জকোভিচের সমান। অস্ট্রেলিয়ান ওপেনে জোকার নামতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সোমবার তাঁর ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদনের শুনানি। অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল যে কারণে সেরা আকর্ষণ হতে চলেছেন। তিনি নিজেকে মেলে ধরার জন্য মরিয়া হয়ে রয়েছেন। ফের একটা গ্র্যান্ড স্লাম জিততে চান স্প্যানিশ তারকা।
আরও পড়ুন: Novak Djokovic: নির্দেশিকা বদল, পরস্পর বিরোধী তথ্যের জন্য ভুগতে হচ্ছে জোকারকে