ISL 2021-22: লাল-হলুদে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো


ISL 2021-22: লাল-হলুদে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো (ছবি-এসসি ইস্টবেঙ্গল টুইটার)

কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে ফিরতি ডার্বি নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেল! ড্যানিয়েল চিমার মতো নিম্নমানের বিদেশি নেওয়ায় বেশ চাপে পড়তে হয়েছে টিমকে। তাঁকে ছেড়ে এ বার ২৪ বছরের এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিল ইস্টবেঙ্গল। মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে (Marcelo Ribeiro dos Santos) বাকি মরসুমের জন্য সই করাল টিম ম্যানেজমেন্ট।

২০১৯ সালে সাও পাওলোর ক্লাব পর্তুগিজ সান্তিস্তাতে কেরিয়ার শুরু করেছিলেন মার্সেলো। সেখান থেকে স্প্যানিস ফুটবল টিম বুর্গোস হয়ে সান্সেতে চলে যান। ওই ক্লাবের হয়ে ২৪ ম্যাচে ৯ গোল করেওছেন তিনি। সেখান থেকে পর্তুগালের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ভিনসেন্তেতে চলে যান মার্সেলো। ৩টে ম্যাচ খেললেও গোল করেননি। সেখান থেকেই লোনে ইস্টবেঙ্গলে আসছেন মার্সেলো।

এক বিবৃতিতে ব্রাজিলিয়ান মার্সেলো বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো ক্লাবে যোগ দিতে পেরে ভালো লাগছে। আমার নতুন ক্লাব যে ভারতের অন্যতম বড় ক্লাব, তা খুব ভালো করেই জানি। টিমে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। লিগে সেরাটা দিতে চাই।’

দিন কয়েকের মধ্যে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা মার্সেলোর। প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ হেরেছিল ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, এ বারের আইএসএলে এখনও একটা ম্যাচ জিততে পারেনি টিম। এই পরিস্থিতিতে মার্সেলোর মতো নতুন বিদেশি ইস্টবেঙ্গলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: Virat Kohli Press Conference: ‘নতুন করে কিছু প্রমাণ করার নেই আমার’, বলছেন বিরাট



Leave a Reply