Novak Djokovic: পয়লা রাউন্ডে জয়, ডিটেনশন শিবির থেকে জোকারকে ছাড়ার নির্দেশ আদালতের


Novak Djokovic: পয়লা রাউন্ডে জয়, ডিটেনশন শিবির থেকে জোকারকে ছাড়ার নির্দেশ আদালতের (ছবি-টুইটার)

মেলবোর্ন: পয়লা রাউন্ডে দুরন্ত জয় নোভাক জকোভিচের (Novak Djokovic)। ডিটেনশন সেন্টার থেকে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ছাড়ার নির্দেশ দিল অস্ট্রেলিয়ার ফেডেরাল কোর্ট। কিন্তু জোকার অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নন। আদালতে পরবর্তী শুনানি আজই। তাতে যদি জেতেন, তা হলে জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন খেলা আটতে পারবে না অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ান ওপেন খেলার জন্য এই দেশে পা দেওয়ার পরই তাঁর ভিসা বাতিল করা হয়। করোনা ভ্যাকসিনের জোড়া প্রতিষেধক না থাকলে অস্ট্রেলিয়ান ওপেন খেলা যাবে না, তা আগেই জানানো হয়েছিল। চিকিত্‍সকদের নিরপেক্ষ প্যানেল তাঁকে ছাড়পত্র দিয়েছিল। তা সত্ত্বেও বাতিল করে দেওয়া হয় তাঁর ভিসা। এ নিয়ে ফেডেরাল আদালতের দ্বারস্থ হয়েছিল জোকারের আইনজীবীদের টিম। সোমবার তারই পয়লা রাউন্ডে দুরন্ত জয় জকোভিচের। বিচারক অ্যান্থনি কেলি সীমান্ত রক্ষা বিভাগের এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন যেমন, তেমনই তাঁর রায়দানের ৩০ মিনিটের মধ্যে সার্বিয়ান টেনিস তারকাকে ডিটেনশন শিবির থেকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পত্রপাঠ তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

পয়লা রাউন্ডে জেতার পর প্রশ্ন, জোকার কি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন? যতই ফেডেরাল বিচারপতি নির্দেশ দিন, জোকারের ভিসা তার পরও বাতিল করা হতে পারে। অস্ট্রেলিয়ার অভিভাসন মন্ত্রী অ্যালেক্স হক কিন্তু জানিয়েছেন, আদালত যাই বলুক, জোকারের ভিসা বাতিল করার ক্ষমতা তাঁর আছে।

গত বুধবার দেশে পা দেওয়ার পর অস্ট্রেলিয়ার ডিটেনশন ক্যাম্প পার্ক হোটেলে আপাতত রাখা হয়েছে জোকারকে। যেখানে তিনি কার্যত বন্দি, এমনই অভিযোগ করেছেন তাঁর বাবা-মা। সেখান থেকে তাঁকে সরিয়ে অন্য কোথাও রাখার আবেদন করেছিলেন জোকার, যাতে প্র্যাক্টিস করতে পারেন। সেই আবেদনে সাড়া দেয়নি অস্ট্রেলিয়ান সরকার। যা নিয়ে বিতর্ক কম হয়নি। সার্বিয়ান সরকার আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের দেশের কৃতি সন্তানকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Leave a Reply