কেপ টাউনে মুখেমুখি বিরাট-ডিন
কেপ টাউন: সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে জেতার পর, জোহানেসবার্গে প্রোটিয়াদের কাছে হেরেছে ভারত (India)। টিম ইন্ডিয়ার এ বারের প্রোটিয়া সফরে, রাবাডাদের দেশে টেস্ট সিরিজ জেতার এটাই শেষ সুযোগ। আজ থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রোটিয়াদের দেশে এসেছিলেন বিরাট কোহলিরা। দক্ষিণ আফ্রিকার গড়ে ডিন এলগারর বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিলেন সামি-বুমরারা। লক্ষ্য ছিল জো’বার্গে সিরিজ মুঠোয় ভরে নেবে ভারত। কিন্তু তা পারেননি লোকেশ রাহুলরা। বিরাটহীন ভারতকে যেন ব্যাট হাতে একাই তছনছ করে দেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাঁর ব্যাটে ভর করেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা(South Africa)। তবে এখনও শেষ সুযোগ রয়েছে বিরাটদের সামনে। সিরিজ জিতে দেশে ফেরাই একমাত্র লক্ষ্য দ্রাবিড়ের দলের।
পরিসংখ্যানগত দিক থেকে কেপ টাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এর আগে কেপ টাউনে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে তিনবার হেরেছে ভারত এবং ২ বার ম্যাচ ড্র হয়েছে। তবে, এ বার হার বা ড্র নয়, জয় চায় কোহলির ভারত।
LIVE Cricket Score & Updates
-
11 Jan 2022 13:06 PM (IST)
তৃতীয় টেস্টে কি ভিকের ব্যাট থেকে সেঞ্চুরি আসবে?
২০১৯ সালে শেষ সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ভিকের ব্যাটে কি সেঞ্চুরির দেখা মিলবে?
.@imVkohli‘s 2⃣5⃣4⃣* is the 2nd highest Test score by an ?? vs ??!
Predict his final score ? in the 3rd #FreedomSeries #SAvIND Test. ?#BelieveInBlue | #FirstKaThirst | Today, Broadcast starts: 1:30 PM; Match starts: 2 PM | Star Sports 1/1HD/1Hindi/1HindiHD/Disney+Hotstar pic.twitter.com/P3nkeYMXOX
— Star Sports (@StarSportsIndia) January 11, 2022
-
11 Jan 2022 13:01 PM (IST)
অপেক্ষার আর এক ঘণ্টা
আর এক ঘণ্টা পর শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট ম্যাচ।
All set for the series decider ?
The LIVE action to begin in a few hours ⏳#TeamIndia | #SAvIND pic.twitter.com/EFIoTgBm31
— BCCI (@BCCI) January 11, 2022