কেপ টাউনে মুখেমুখি বিরাট-ডিন
কেপ টাউন: ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ চলছে। আজ কেপ টাউনে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিনের প্রথম ইনিংস শেষ হয়ে যায় কোহলিদের। তৃতীয় সেশনের পুরোটা খেলতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২২৩ রানে গুটিয়ে যায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৯। ভিকে সেঞ্চুরি পাননি ঠিকই, কিন্তু ৭৯ রানের ইনিংসটা দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ভারতের প্রথম ইনিংসে ৫ প্রোটিয়া বোলারই উইকেট পেয়েছেন। ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামা কাগিসো রাবাডা পেয়েছেন ৪টি উইকেট। ৩টি উইকেট পেয়েছন মার্কো জেনসেন। ১টি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ, লুনগি এনগিডি এবং ডুয়ান অলিভিয়ের।
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় দিন ২১০ রানে আটকে দিয়েছিল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৭২)। ৫টি উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি ও উমেশ যাদব। কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিন ভারত দ্বিতীয় ইনিংসের ১৭ ওভার ব্যাট করেছে। মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে ভারত। ক্রিজে বিরাট কোহলি (১৪*) ও চেতেশ্বর পূজারা (৯*)।
LIVE Cricket Score & Updates
-
13 Jan 2022 13:06 PM (IST)
আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে কেপ টাউন টেস্টের তৃতীয় দিনের খেলা
আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে কেপ টাউন টেস্টের তৃতীয় দিনের খেলা।
Hello from Cape Town for Day 3 of the third & final #SAvIND Test! ?#TeamIndia pic.twitter.com/7FJcnnSYfV
— BCCI (@BCCI) January 13, 2022